অকল্যান্ড: নিষিদ্ধ কোকেন সেবন করে বিতর্কে ডগ ব্রেসওয়েল (doug bracewell)। কিউয়ি এই পেসারকে আপাতত এক মাসের জন্য সবরকমের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হল কিউয়ি পেসারকে। চলতি বছর জানুয়ারিতে নিউজিল্য়ান্ডের ঘরোয়া টুর্নামেন্টে সেন্ট্রাল স্ট্যাগস বনাম ওয়েলিংটন ম্য়াচে নিষিদ্ধ মাদক সেবনের পরীক্ষায় ব্যর্থ হন ব্রেসওয়েল। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


স্পোর্ট ইন্টেগ্রিটি কমিশনের প্রধান রেবেকা রোলস জানাচ্ছেন, ''আন্তর্জাতিক পর্যায়ে খেলা সব অ্যাথলিটকেই তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ স্থাপন করার বিষয়টির দিকে নজর দিতে হবে। সুস্থ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নিশ্চিত হতে হবে। কারণ এগুলো তরুণ প্রজন্মের ওপর প্রভাব তৈরি করে। কোকেন একটি অত্যন্ত বাজে মাদক। অ্যাথলিটদের জন্য ভীষণই ঝুঁকিপূর্ণ ও অবৈধ। এগুলো ব্যবহার করা অপরাধ।''


এরপরই প্রধান নির্বাহী জানিয়েছেন, ''ব্রেসওয়েল তাঁর ভুল স্বীকার করেছেন ও এখান থেকে শিক্ষা নিয়েছেন। ও ফিরে আসতে চায় ক্রিকেটের মূলস্তরে। আমরা আশাবাদী ফের স্বমহিমায় ও ক্রিকেটে ফিরতে পারবে।''


তবে বিতর্কে জড়ানো ব্রেসওয়েলের জন্য এই প্রথম নয়। ২০১৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১ বছরের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স নিষিদ্ধ করা হয়েছিল। গত বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে শেষবা জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন ব্রেসওয়েল। তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ৬৯টি ম্য়াচ খেলেছেন। 


এদিকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে ফেরার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঘরের মাঠে হারতে হল নিউজিল্যান্ডকে। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে লঙ্কা ব্রিগেড। সিরিজের দ্বিতীয় ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৭ ওভারে ২০৯ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে ২১০ রান বোর্ডে তুলে নেয়।


 এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন টিম সাউদি। দেশের জার্সিতে ১০৪ টেস্টে মোট ৩৮৫ উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে ডানহাতি পেসার ২২১ উইকেট নিয়েছেন ১৬১ ম্য়াচ খেলে। টি-টোয়েন্টিতে ১২৫ ম্য়াচ খেলে ১৬৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। উল্লেখ্য, ২০০৮ সালে ইডেন পার্ক, অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল টি-টোয়েন্টি ম্য়াচের মাধ্যমেই। আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি বোলারদের ইতিহাসে সর্বাধিক ৭৭০ উইকেট নিয়েছেন সাউদি। আগামী ১৫-১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সিরিজের শেষ টেস্ট ম্য়াচ। যা আয়োজিত হবে সাউদির হোমটাউন হ্যামিল্টনের সেডন পার্কে। তাই ঘরের মাঠেই শেষ টেস্ট খেলতে নামবেন ডানহাতি এই পেসার।