মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) মানেই টুকরো টুকরো দ্বৈরথের কোলাজ। ঠিক যেমন ২০১৪-১৫ মরশুমে বিরাট কোহলি-মিচেল জনসন ডুয়েল আকর্ষণ বাড়িয়েছিল সিরিজের। সেই সময় প্রাক্তন অজি বাঁহাতি পেসার তাঁর কেরিয়ারের একেবারে চূড়ায় ছিলেন। অন্য়দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে জঘন্য পারফরম্য়ান্সের পর নিজেকে প্রমাণ করার পরীক্ষা ছিল কোহলির কাছে। সেই সিরিজে ভারত হারলেও কোহলি প্রশংসা কুড়িয়েছিলেন অজি দল থেকে সেখানকার মিডিয়ারও।
সেই সিরিজে বারবার মাঠের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন ২ তারকা। জনসন বিরাটকে বল ছুড়ে মেরেছিলেন, আবার কোহলিও এগিয়ে এসে পালটা শুনিয়েছিলেন অজি পেসারকে। সেদিনের পর সাংবাদিক বৈঠকে এসে কোহলি এমনও জানিয়েছিলেন যে তাঁর জনসনের প্রতি কোনও সম্মান নেই। তবে সেই ঘটনা বা সিরিজ পেরিয়েছে ১০ বছর। জনসন এখন প্রাক্তন। অন্য়দিকে কোহলি বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের একজন হয়ে উঠেছেন। কেরিয়ারের সায়াহ্নে রয়েছেন তিনি। ঝুলিতে ১১৬ টেস্টের অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়ায় হয়ত নিজের শেষ বর্ডার গাওস্কর ট্রফি খেলতে নামবেন কোহলি। তার আগে জনসন জানিয়ে দিলেন যে তিনি চাইছেন কিং কােহলি অস্ট্রেলিয়ার মাটিতে অন্তত আর একটি সেঞ্চুরি হাঁকান।
পুরনো অভিজ্ঞতা থেকে প্রাক্তন অজি পেসার এক সাক্ষাৎকারে বলেছেন, ''আমার ও কোহলির তিক্ত সম্পর্কের কথা সবাই জানে। মাঠে আমাদের লড়াই সবাই উপভোগ করেছে। আমরাও করেছি। মাঠের বাইরে অবশ্য আমি ওঁকে চিনি না। তবে বাকিদের মত আমিও এখন একজন বিরাট কোহলি ভক্ত। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ওঁ আরও একটা সেঞ্চুরি করুক, এটাই দেখতে চাইব। এক যুগ আগে হলে এমনটা বলতাম না। কিন্তু এখন এই সিরিজে আমি বিরাটের সেরাটা দেখতে চাই। আর চাই দুটো দলই যেন উপভোগ্য লড়াই করে মাঠে।'' উল্লেখ্য, মিচেল জনসের বিরুদ্ধে বিরাট কোহলি মোট সাতবারের সাক্ষাতে ১৪১ রান করেছে। অজি পেসার প্রাক্তন ভারত অধিনায়ককে চারবার প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন।
উল্লেখ্য, বর্ডার গাওস্কর ট্রফিতে বরাবরই ভাল পারফর্ম করে এসেছেন বিরাট। কিন্তু চলতি বছর একেবারেই ভাল ফর্মে নেই তিনি। গোটা বছরে মাত্র ২ টো অর্ধশতরান এসেছে ব্যাটে। নিজের শেষ বর্ডার গওস্কর ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠতে মরিয়া থাকবেন ৩৬ বছরের অভিজ্ঞ ভারতীয় ব্যাটার।
আরও পড়ুন: ধবনের জুতোয় পা গলাতে প্রস্তুত, প্রীতিকে কী বার্তা দিলেন 'রিয়াল' শশাঙ্ক?