মুম্বই: ২০১৩ সালে একটি ইনিংস। যা আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেনি। কিন্তু রোহিত শর্মার সেই ইনিংসটিই না কি টেক্কা দিয়ে দিতে পারেন শুভমন গিল। এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ওয়ান ডে ম্য়াচে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ডই না কি ভেঙে দেবেন গিল। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। 

Continues below advertisement

দুরদর্শনের ক্রিকেট শো দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শোতে এসেছিলেন বাঙ্গার। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় এই বিষয়ে। তিনি বলেন, ''শুভমন গিলও ওয়ান ডে ফর্ম্য়াটে দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছে এখনই। তাই আমার মনে হয় যদি গিল কোনও ম্য়াচে ৪৫-৪৬ ওভার পর্যন্ত ব্যাটিং করে, তাহলে ওর পক্ষে রোহিত শর্মার ২৬৪ রানের রেকর্ড ভাঙা সম্ভব হবে।''

এখনও পর্যন্ত ৫৫টি ওয়ান ডে ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ২৭৫৫ রান করেছেন গিল। আটটি সেঞ্চুরি ও ১৫টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। ব্যক্তিগত সর্বোচ্চ গিলের ২০৮। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যা তিনি করেছিলেন ২০২৩ সালে। ১৯টি বাউন্ডারি ৯টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে এই অতিমানবীয় ইনিংসটি খেলেছিলেন গিল। ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বীরেন্দ্র সহবাগ ও ঈশান কিষাণ এখনও পর্যন্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় দের মধ্য়ে। সেই তালিকায় রয়েছেন শুভমন গিলও। 

Continues below advertisement

বাঙ্গার আরও একটি বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যুবরাজ সিংহের দ্রুততম অর্ধশতরানের রেকর্ডও ভেঙে দেবেন আরও এক ভারতীয়। তিনি হলেন অভিষেক শর্মা। উল্লেখযোগ্যভাবে অভিষেকের কোচ এখনও যুবরাজই। তাঁর কাছেই তালিম নেন বাঁহাতি ওপেনার। সে কথা মনে করিয়ে বাঙ্গার বলেন, "যুবির ছাত্র এখন অভিষেক। যুবির মতই ছক্কা হাঁকাতে পারে লম্বা লম্বা। ও কিন্তু যুবির রেকর্ডও ভেঙে দিতে পারে।''

প্রথম ইনিংসে তিন ভারতীয়র সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১৬২ রানের জবাবে, ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষ ভারতের স্কোরউইকেট হারিয়ে ৪৪৮ রান। প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে নেমে যশস্বী জয়সওয়ালের উইকেট প্রথম হারায় ভারত। ৫৪ বলে ৩৬ রান করে ফিরে যান তিনি। এরপর বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারেননি সাই সুদর্শন। ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর রাহুল ও গিল মিলে জুটি বেঁধে খেলা শুরু করেন। ১০০ বলে ৫০ রান করে প্যাভিলিয়ন ফেরেন ভারত অধিনায়কঅর্ধশতরান করার পরই আউট হয়ে যান তিনি। তবে কে এল রাহুল ও ধ্রুব জুড়েলকে আউট করতে কালঘাম ছুটে যায় ক্যারিবিয়ান বোলারদের। দুজনেই শতরান পূরণ করেন। রাহুল ১২টি বাউন্ডারির সাহায্য়ে ১০০ রান করার পরেই আউট হয়ে যান। ধ্রুব জুড়েল নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান হাঁকিয়ে ফেললেন। শেষবেলায় জাডেজার ব্যাট থেকেও শতরান আসে।