বার্বাডোজ: টি-টোয়েন্টি (T20 Cricket) ফর্ম্য়াটে বিশ্বব্যাপী ফ্র্য়াঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন। দেশের জার্সিতে ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। আইপিএলেও চারবার সিএসকের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার পেশাদার ক্রিকেটকেই পুরোপুরি বিদায় জানাতে চলেছেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo Retirement)। ২০১০ সালের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে খেলছে ওয়েস্ট ইন্ডিজ শিবির। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারকা উইন্ডিজ অলরাউন্ডার। ২০২৩ আইপিএল মরশুমের আগেই আইপিএলকে বিদায় জানিয়েছিলেন। এবার ব্র্যাভো জানিয়ে দলেন চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর পুরো পেশাদার ক্রিকেটকেই বিদায় জানাতে চলেছেন ব্র্যাভো। 


২০২১ সালে নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ব্র্যাভো। নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্টে ব্র্যাভো পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন ব্র্যাভো। ২০১৩ সালে এই টুর্নামেন্টে অভিষেকের পর থেকে ১০০ সিপিএল ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১২৮ উইকেট। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ব্র্যাভো লিখেছেন, ''এই সফরটা দারুণ ছিল। আমি জানাতে চাই, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এটাই আমার শেষ বছর। দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে শেষ টুর্নামেন্ট খেলাই আমার শেষ পেশাদার টুর্নামেন্ট হতে চলেছে। ত্রিনিদাদ নাইট রাইডার্স থেকেই আমার সফর শুরু হয়েছিল। তাদের হয়েই আমার যাত্রা শেষ হোক।"


 






উল্লেখ্য়, ভারতের আইপিএলে দাপটের সঙ্গে খেলা ছাড়াও পাকিস্তানের মাটিতে পিএসএলেও খেলেছেন ব্র্যাভো। এছাড়াও কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি, আমেরিকার মেজর ক্রিকেট লিগেও খেলেছেন। 


আইপিএলে ১৬১টি ম্যাচে ১৫৮টি ইনিংসে বল করে ১৮৩টি উইকেট ঝুলিতে পুরেছেন। অন্য়দিকে ১১৩ ইনিংসে ব্যাট করতে নেমে ২২.৬১ গড়ে ১৫৬০ রান করেছেন ব্র্যাভো। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে না খেললেও অবসরের পরই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন ব্র্যাভো। ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়। 


আরও পড়ুন: কুককে টেক্কা, ছুঁলেন গাওস্করকে, টেস্ট ইংল্য়ান্ডের জার্সিতে সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন রুট