লখনউ: বুধবার লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল। টানটান এক লড়াই দেখার জন্য মাঠে দর্শকরা ভিড় জমিয়েছিলেন। তবে নবাবদের শহরে ম্যাচই আয়োজন করা গেল না। এক বলও না হয়ে ভন্ডুল হয়ে গেল খেলা। কারণ কুয়াশা।

Continues below advertisement

গতকাল দফায় দফায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেও ম্যাচ শুরু করার সবুজ সংকেত দেননি আম্পায়াররা। রাত সাড়ে ন'টা পর্যন্ত চেষ্টা করে হয়েছিল। তবে ৯টা ২৫ মিনিটে আম্পায়াররা শেষবার মাঠ পর্যবেক্ষণ করার পরই বোঝা গিয়েছিল যে, ম্যাচ শুরু করা সম্ভব নয়। ঘন কুয়াশায় ফ্লাডলাইটের জোরাল আলোও দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের পথেই হাঁটেন আম্পায়াররা।

এই ঘটনার পরেই ম্যাচ দেখতে আসা সমর্থকেরা নিজের ক্ষোভ উগরে দেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এক সমর্থক জানান, 'আমি নিজের খেতের গম বিক্রি করে এখানে খেলা দেখতে এসেছিলাম। আমার টাকা ফেরত চাই।' পরিস্থিতির দিকে তাকিয়ে আরেক সমর্থক পরামর্শ দেন ম্যাচ আরও আগে আয়োজন করা হলে ভাল হত। তিনি বলেন, 'ম্যাচটা আজকের দিনে আরেকটু আগে আয়োজন করা হলে ভাল হত। টাকা ফেরানোটা তো গুরুত্বহীন। আমরা খেলাটা দেখতে চেয়েছিলাম।'

Continues below advertisement

প্রসঙ্গত উল্লেখ্য বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী যদি কোনও ম্যাচে এক বলও গড়ানোর আগে ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে টাকা ফিরিয়ে দেওয়া হবে। এখানেও এমনটাই হয়েছে। তাই দর্শকরা হয়তো এই ম্যাচের জন্য খরচ করা অর্থ ফেরত পেয়ে যাবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লর ঘরের মাঠ। তিনি নিজে স্টেডিয়ামে ছিলেন। আম্পায়ারদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। খেলা দেখতে গ্যালারি কানায় কানায় ভরিয়ে তুলেছিলেন যাঁরা, সেই দর্শকদের কথা মাথায় রেখেই ৫ ওভার করে হলেও ম্যাচ করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু রাত যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা। কমেছে দৃশ্যমানতা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের রাস্তাতেই হাঁটা হল।