ম্যাঞ্চেস্টার: ইংল্য়ান্ডের মাঠে ভারতের কিংবদন্তি উইকেট কিপার ব্যাটারের নামে স্ট্যান্ড তৈরি করা হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডে। প্রাক্তন উইকেট কিপার ব্যাটার ফাহরুখ ইঞ্জিনিয়ার ও কিংবদন্তি বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েডের নামে স্ট্যান্ড হচ্ছে ওল্ড ট্র্যাফোর্ড। দুই প্রাক্তনীই এর আগে কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলেন তাঁদের সময়ে। এবার সেই ক্লাবের তরফেই এই সম্মান প্রদান করা হচ্ছে ইঞ্জিনিয়ার ও লয়েডকে। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিনই এই স্ট্যান্ডদুটো আনুষ্ঠানিক উন্মোচন হওয়ার কথা।
ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, দুই কিংবদন্তিকে এটাই সম্মান জানানোর অন্যতম রাস্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রায় এক দশকের মত ইঞ্জিনিয়ার খেলেছিলেন ল্য়াঙ্কাশায়ারের হয়ে। অন্য়দিকে প্রায় দু দশক খেলেছেন লয়েড খেলেছেন এই ক্লাবের জার্সিতে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আরেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকরের।
ইঞ্জিনিয়ার আসার আগে ল্যাঙ্কশায়ার কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেনি। কিন্তু ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়ে যখন প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার খেলতেন, তখন ক্লাবটি চারবার জিলেট কাপ জিতে নেয়। ক্লাবের হয়ে মোট ১৭৫টি ম্য়াচ খেলে মোট ৫৯৪২ রান করেছেন ইঞ্জিনিয়ার। স্টাম্পের পেছনে ৪২৯টি ক্যাচ লুফেছেন তিনি। ৩৫টি স্টাম্পিংও করেছেন। অন্য়দিকে ক্লাইভ লয়েড ক্লাবের হয়ে ১৪৫ ম্য়াচ খেলেছেন। করেছেন মোট ৪৯৭৯ রান। সাতটি সেঞ্চুরি ও ৩৯টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে।
এদিকে, ম্য়াঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় শিবিরে পরপর চোট পাওয়ার খবর। ESPNCricinfo-র রিপোর্ট অনুযায়ী রবিবার, ২০ জুলাই অনুশীলনের সময় জিমে নীতীশ কুমার রেড্ডি চোট পান। এরপর স্ক্যান করে দেখা যায় তাঁর লিগামেন্টে চোট লেগেছে। আর সেই চোটের জেরেই বাকি দুই টেস্টে আর নীতীশ নামতে পারবেন না। সফরের প্রথম টেস্টে এই তরুণ অলরাউন্ডার খেলেননি। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েও তেমন বলার মতো কিছুই করেননি তিনি। তৃতীয় টেস্টে অবশ্য তিনি দুই ইনিংসে ৩০ ও ১৩ রান করেন এবং ম্য়াচে মোট তিনটি উইকেটও নেন। চতুর্থ টেস্টে সুযোগ পেলে তিনি আরও বেশি প্রভাব ফেলতে নিশ্চয়ই চেষ্টা করতেন। তবে সেই সম্ভাবনা আর কার্যত নেই বললেই।
নীতীশের চোটের বিষয়টা এমন একটা সময় সামনে এসেছে যখন অর্শদীপ সিংহের হাতে চোট লেগে সেলাই পড়ার খবর শোনা যাচ্ছে। ভারতীয় দলের বার্মিংহাম টেস্ট জয়ের নায়ক আকাশ দীপ কুঁচকির চোটের জেরে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কি না নিশ্চিত নয় এবং বুমরার পাশাপাশি মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা তার অভাব সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে। ফলে সব মিলিয়ে টিম ইন্ডিয়ার অন্দরমহলের বর্তমান ছবিটা যে খুবটা একটা সুখকর, তেমনটা কিন্তু নয়।