ম্যাঞ্চেস্টার: আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড (India vs England) চতুর্থ টেস্ট। তার আগেই চোট আশঙ্কা মাথাব্যথা বাড়িয়েছে ভারতীয় শিবিরের। আকাশ দীপের কুঁচকির চোট, অর্শদীপ সিংহের বুড়ো আঙুলের চোট ও নীতীশ রেড্ডির চোট চিন্তা বাড়িয়েছে টিম ম্য়ানেজমেন্টের। সিরিজের মাঝেই তরুণ অংশুল কম্বোজকে দলে নিয়েছে ভারতীয় দল। আর ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টেই হয়ত অভিষেক হতে চলেছে অংশুল কম্বোজের।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতিতে অংশ নিয়েছেন কম্বোজ। নেটে বোলিংও করেছেন। ৪০ মিনিটের সেশনে নজরও কেড়েছেন। কে এল রাহুল ও যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধে বোলিং করছিলেন হরিয়ানার তরুণ পেসার। নিয়ন্ত্রিত লাইন লেংথ, ৬-৮ মিটারের মধ্যে ধারাবাহিকভাবে বোলিং করতে পারেন। রাহুল ও জয়সওয়ালকে মাঝে মাঝেই সমস্যায় ফেলেছিলেন বারবার নেটে। 

আকাশ দীপ নেটে বোলিং করেননি। তবে মর্নি মর্কেলের অধীনে প্রস্তুতি সারছিলেন। প্রায় ১৫ মিনিটের মত বোলিংয়ের চেষ্টা করলেও একেবারেই ফিট মনে হয়নি বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি পেসারকে। আকাশের আনফিট থাকা কোথাও না কোথাও কম্বোজ ও প্রসিদ্ধর দলে ঢোকার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। প্রসিদ্ধ এর আগে এই সিরিজে খেলেছিলেন। কিন্তু একেবারেই নজর কাড়তে পারেননি।

জসপ্রীত বুমরা ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন, এটাই মোটামুটি নিশ্চিত। মর্কেলের তত্বাবধানে প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলন সারেন বুমরা। অন্যদিকে মহম্মদ সিরাজকে দেখা গেল নেটে স্বমহিমায় বোলিং করতে। প্রায় ২০ মিনিট টানা বোলিং করেন সিরাজ। প্রথম তিনটি টেস্টেই সিরাজ খেলেছিলেন। একমাত্র ভারতীয় পেসার হিসেবে সিরাজই হয়ত আগামী দুটো টেস্টেও খেলতে পারেন। 

এদিকে, উইকেটের পেছনে প্রস্তুতি সারতে দেখা গেল ঋষভ পন্থকে। স্লিপ কর্ডনে অনুশীলন সারছিলেন করুণ নায়ার, কে এল রাহুল, শুভমন গিল, সাই সুদর্শন। লর্ডস টেস্টে পন্থ আঙুলে চোট পেয়েছিলেন। তবে ম্য়াঞ্চেস্টারে হয়ত পন্থ খেলবেন। 

উল্লেখ্য, কিছুদিন আগেই তরুণ কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন। তবে টিম ইন্ডিয়ার তরফে কম্বোজের দলের সঙ্গে সরকারিভাবে যোগ দেওয়ার কোনও খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।

জসপ্রীত বুমরার পরপর দুই টেস্ট খেলা নিয়ে সংশয় তো আছেই। এছাড়া গোদের ওপর বিষফোঁড়ার মতো ভারতীয় দলের বার্মিংহামে জয়ের নায়ক আকাশ দীপের পরের ম্যাচ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়। এখানেই শেষ নয়। যা শোনা যাচ্ছে তাতে অর্শদীপ সিংহের জাতীয় দলের সঙ্গে প্রথম টেস্ট সফর কোনও ম্যাচ খেলার আগেই সম্ভবত চোটের কারণে শেষ হচ্ছে।