কীর্তিপুর: নেপালের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড়। মাত্র ৩৩ বলে শতরান পূরণ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন নামিবিয়ার ক্রিকেটার রব নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton)। নেপাল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ়ে প্রথম ম্যাচেই পাঁচ নম্বরে ব্যাটে নেমে এই ১০১ রানের ইনিংসটি খেলেন রব। যার মধ্যে ৯২ রানই আসে বাউন্ডারিতে। শতরানের ইনিংসের পাশাপাশি বল হাতে দুই উইকেটও নেন নামিবিয়ান তারকা। রবের অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতেই ২০ রানে আয়োজক দেশ নেপালকে হারিয়ে নিজেদের সিরিজ় শুরু করল নামিবিয়া।
১১তম ওভারে নামিবিয়ার স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ৬২ রান। বেশ চাপেই ছিল আফ্রিকার দলটি। কিন্তু ব্যাটে নেমে শুরু থেকে অনবদ্য ফর্মে দেখায় রবকে। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও আটটি ছক্কায়। এই বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির ঝড়ে নেপাল বোলিং কার্যত উড়ে যায়। দু'শো রানের গণ্ডি পার করে ফেলে নামিবিয়া। ৩৩ বলে শতরান হাঁকিয়ে নেপালেরই কুশল মাল্লার দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ড ভাঙেন রব। কুশল গত বছর মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩৪ বলে শতরান করেছিলেন।
২২ বছর বয়সি রবের সৌজন্যে নামিবিয়া বোর্ডে নির্ধারিত বিশ ওভারে চার উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে। নেপালের হয়ে জবাবে অধিনায়ক রোহিত পৌডেল ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। মাল্লা ২১ বলে করেন ৩২ রান। দীপেন্দ্র সিংহ ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। এই ত্রয়ীর প্রচেষ্টা সত্ত্বেও নেপাল ২০ ওভারে ১৮৬ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি।
নামিবিয়ার হয়ে বোলিং ওপেন করতে আসা রুবেন ট্রাম্পেলম্যান সর্বাধিক চারটি উইকেট নেন। বার্নাড শল্টস, জান ফ্রাইলিঙ্ক নেন দুইটি করে উইকেট। আর ম্যাচের নায়ক, রব ব্যাট হাতে ঝড় তোলার পর নিজের বোলিংয়েও সাফল্য় পান। নামিবিয়া অলরাউন্ডার দুই উইকেটের ও ঐতিহাসিক শতরান হাঁকানোর সুবাদে ম্যাচ সেরাও নির্বাচিত হন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: দ্রাবিড়ের মন্ত্রে ফিরেছে ফর্ম! রাঁচিতে ম্যাচ জিতিয়ে রাহুলের অনুপ্রেরণামূলক বাণী শেয়ার গিলের