এজবাস্টন: জসপ্রীত বুমরা কি আদৌ খেলবেন দ্বিতীয় টেস্টে। আজ থেকে বার্মিংহ্য়ামে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারের পর এমনিতেই কিছুটা ব্যাকফুটে টিম ইন্ডিয়া। সিরিজে ০-১ ব্য়বধানে পিছিয়ে এই মুহূর্তে গিল বাহিনী। এই পরিস্থিতিতে বুমরাকে বিশ্রাম দেওয় হলে কাকে খেলানো হবে তাঁর পরিবর্তে তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন বুমরার পরিবর্ত হিসেবে যোগ্য হবেন আকাশ দীপ। নিজের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন পাঠান।
আকাশ দীপ ভারতীয় টেস্ট দলের সঙ্গে শেষ কয়েকটি সিরিজে রয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতেও তাঁকে খেলতে দেখা গিয়েছে। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন। পাঠান মনে করেন মহম্মদ শামির সঙ্গে বোলিংয়ে অনেক মিল রয়েছে আকাশ দীপের। তাই তাঁকে খেলানো হতে পারে। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলছেন, ''যদি বুমরা না খেলে, তাহলে প্রশ্ন উঠতে যে তাঁর পরিবর্তে কাকে খেলানো হতে পারে। নেটে আমরা যা দেখেছি, সেই হিসেবে বলতে গেলে আকাশ দীপ একেবারে যোগ্য বিকল্প হতে পারে। আমার মনে হয় ও একেবারে শামির মত বোলিং করে।''
আকাশ দীপের পেস ও স্যুইংয়ের কথাও আলাদা করে উল্লেখ করেন পাঠান। এছাড়া সোজা সিমে বল করে ইংল্যান্ডের পরিবেশে সাহায্য পেতে পারেন আকাশ দীপ, তা মনে করেন পাঠান। প্রাক্তন বাঁহাতি তারকা বলেন, ''ও সোজা সিমে বল করে। যা ইংল্যান্ডের ব্যাটারদের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলতে পারে। বিশেষ করে লেট স্যুইং হয় ওর বলে। আমরা অর্শদীপকে নিয়েও কথা বলেছি। তবে আমার মতে বুমরা যদি না খেলে, তাহলে তাঁর বিকল্প হতে পারে আকাশ দীপই।''
ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে অবশ্য দ্বিতীয় স্পিনার খেলানোর আভাসও দিয়েছেন শুভমন গিল। ভারত অধিনায়ক বলছেন,''প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, তারপর সূর্যও উঠেছিল। গত ম্যাচেও চতুর্থ ইনিংসে আমাদের দলে দ্বিতীয় একজন স্পিনার থাকলে বেশ ভালই হত। পিচে কিছু জায়গা ছিল যেটাকে আমরা কাজে লাগাতে পারতাম।পিচ কিন্তু ব্যাটিংয়ের জন্য খুবই ভাল ছিল। ফাস্ট বোলাররা তাই উইকেট নেওয়ার যথেষ্ট সুযোগ তৈরি করতে না পারলেও, দলের দ্বিতীয় স্পিনার দ্বিতীয় নতুন বল আসার আগে পর্যন্ত রানটা আটকাতে পারত। এই ম্য়াচেও যদি পিচটা আগের ম্যাচের মতোই হয়, তাহলে দ্বিতীয় স্পিনার খেলানোটা কিন্তু খারাপ বিকল্প হবে না।'