মুম্বই: বিশ্বকাপের মূল স্কোয়াড থেকে প্রথমেই বাদ পড়ে গিয়েছিলেন। কিন্তু চোট পেয়ে প্রতিকা রাওয়াল ছিটকে যাওয়াতেই সুযোগ চলে আসে। শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনাল খেলেছেন শেফালি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের ম্য়াচে কিছু আহমরি পারফরম্য়ান্স করতে পারেননি। তবে দক্ষিণ আফ্রিার বিরুদ্ধে ফাইনালে ম্য়াচের সেরা পারফরম্য়ান্স এসেছিল শেফালির থেকেই। প্রথমে ব্য়াট হাতে অর্ধশতরান ও পরে বল হাতে ভেল্কি দেখিয়ে ২ উইকেট। ম্য়াচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন শেফালির ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে নাসের হুসেন বলেছেন, ''দারুণভাবে নিজের কেরিয়ার শুরু করেছিল শেফালি। দারুণ ইনিংস খেলেছে একের পর এক। প্রত্যেক বোলারকেই আক্রমণ করেছে শেফালি। ভয়ডরহীন ক্রিকেট খেলাতেই অভ্যস্ত শেফালি। এমন মনোভাব দারুণ মানসিকতার পরিচয় দেয়। শর্ট বলে চালিয়ে খেলতে পারে।''
নাসের শেফালির বোলিংয়েরও প্রশংসা করেছেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর শেফালির ওপর ভরসা রেখেছিলেন। আর সেই ভরসার মর্যাদা রেখেছিলেন শেফালি। স্যুন লুস ও মারিজানে ক্যাপের উইকেট তুলে নিয়েছিলেন শেফালি।
বিশ্বকাপ জয়ের পর ম্যাচ শেষে শেফালি বলেন, "একদম। আমি শুরুতেই বলেছিলাম কিছু ভাল করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। আজ সেটা দেখাও গেল। আমি খুশি যে, শেষমেশ আমরা বিশ্বকাপ জিতেছি। শব্দের মাধ্যমে এই আনন্দ প্রকাশ করতে পারব না। কঠিন ছিল, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল। যে, আমি নিজের উপর বিশ্বাস রাখব। আমি যদি নিজেকে শান্ত রাখতে পারি, আমি যা কিছু করতে পারি। এই বিশ্বাস এবং ধৈর্য এবং আমার বাবা-মায়েরপ্রচুর সমর্থন। আমার বাবা-মা, আমার বন্ধু, আমার ভাই। আমার মনে হয় সবার অনেক সমর্থন ছিল। সবাই আমাকে বলত কীভাবে খেলতে হবে। আর এই ফাইনালটা আমার জন্য, পুরো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আজ আমি শুধু ভাবছিলাম কীভাবে রান করব। দলকে জিততে হবে। হ্যাঁ, অবশ্যই।" তিনি আরও বলেছিলেন, ''আজ আমার মন পরিষ্কার ছিল। আর আমি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করে গেলাম। আমি খুব খুশি যে সেগুলো বাস্তবায়িত হয়েছে। আর সেই সঙ্গে, গোটা দল আমার সঙ্গে অনেক কথা বলছিল। হরমন সবসময় একজন সমর্থক। আর আমার মনে হয় সবাই আমাকে অনেক সমর্থন করেছেন। সকল সতীর্থ আমাকে স্বাগত জানিয়েছেন এবং সাহায্য করেছেন। দল কেবল আমাকে আমার খেলা খেলতে বলছিল। আমার খেলা ছেড়ে না যেতে। তাই, আমার মনে হয় যখন কেউ এত স্পষ্ট ধারণা পায়, তখন সে খুব খুশি হয়। না, এটা আমার জন্য খুব স্মরণীয় মুহূর্ত।"