মুম্বই: ব্যাট হাতে নিজের শেষ আন্তর্জাতিক ম্য়াচে শতরান হাঁকিয়েছেন। যাবতীয় সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফের একবার তাঁকে ব্যাট হাতে দেখা যাবে। এবার একেবারে অন্য় মেজাজে দেখা গেল রোহিত শর্মাকে। এক যুগলের বিয়ের ফটোশ্যুটের হঠাৎ হাজির হিটম্য়ান। ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ গানে নাচলেনও। যেই ভিডিও ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়।

Continues below advertisement

ঠিক কী হয়েছিল? 

নবদম্পতি এক যুগলের বিয়ের জন্য ফটোশ্যুট চলছিল। সেই সময়ই আচমকা পেছনের একটি ফ্ল্যাটের জানালা দিয়ে উঁকি মারেন রোহিত। সেখান থেকে তখন শোনা যাচ্ছে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' গানটি। হিটম্য়ান সেই গানেই নেচে ওঠেন। সেই দম্পতিও এই কাণ্ড দেখে অবাক হয়ে যান। যুবতীতে দেখা যায় অবাক হয়ে বলে ওঠেন যে 'আমার জীবনের সেরা মুহূর্ত'।

Continues below advertisement

বেশ চলছিল ফোটোশুট। সেজেগুজে ছবি তুলছিলেন হবু স্বামী-স্ত্রী। হঠাৎ শোনা গেল, পিছনের একটি ঘরে বাজছে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়।’ সেই ঘরের জানলার দিকে তাকাতেই অবাক যুগল। সেখানে তখন নাচছেন রোহিত শর্মা। রোহিতকে দেখে প্রথমে চমকে গেলেও পরে নিজেদের আনন্দ ধরে রাখতে পারেননি যুগল। যুবককে দেখা যায়, রোহিতকে হাতজোড় করে নমস্কার করছেন। নবদম্পতিকে নিজেও থাম্বস আপ দেখিয়ে শুভেচ্ছা জানান রোহিত। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্য়াচে অর্ধশতরানতৃতীয় ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফের দেখা যাবে হিটম্য়ানকে। রোহিত শর্মার সঙ্গে অনুশীলনে দেখা গেল ধবল কূলকর্নির সঙ্গে। নেটে ধবল অনেকক্ষণ ধরে বলও করেন। মুম্বইয়ের তরুণ প্লেয়ারদের সঙ্গে আলোচনা করতেও দেখা যায় রোহিতকে। নেটে কিছুক্ষণ ব্যাটিং করার পর স্প্রিন্ট করতেও দেখা যায় হিটম্য়ানকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তিনটি ম্য়াচে ২০২ রান করেছিলেন। অ্য়াডিলেডে অর্ধশতরানের পর সিডনিতে শতরানের ইনিংস খেলেছিলেন রোহিত। নিজের ওয়ান ডে কেরিয়ারের ৩৩ তম শতরানও হাঁকিয়েছিলেন রােহিত। আগামী ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজের পর ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন রোহিত শর্মা। তাও আবার ৩৮ পেরিয়ে প্রথমবার ব্যাটারদের তালিকায় ওয়ান ডে ক্রমতালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছেন হিটম্য়ান। রোহিত মোট ৩৬ রেটিং পয়েন্ট উন্নতি করেছেন। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ব্য়াটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন রোহিত