রাওয়ালপিণ্ডি: রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান (Pakistan vs Sri Lanka)।রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৬ রানে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। পাকিস্তান জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৩০০ রানের লক্ষ্য রেখেছিল। শ্রীলঙ্কা দল ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও ৯ উইকেটের বিনিময়ে ২৯৩ রানে আটকে যায়। ৬ রানে ম্যাচ হেরে যায় শ্রীলঙ্কা।

Continues below advertisement

রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ২৯৯ রান করে। পাকিস্তানের হয়ে সলমন আলি আগা ৮৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১০৫ রান করেন। হোসেন তালাত ৬৩ বলে ১টি ছয় এবং ৬টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন। এই দুজনের মধ্যে পঞ্চম উইকেটের জন্য ১৩৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ হয়। মহম্মদ নওয়াজও ২৩ বলে ১টি ছয় এবং ৫টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আসিথা ফার্নান্ডো এবং মহেশ তিকশানা ১টি করে উইকেট নেন।

Continues below advertisement

৩০০ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভাল হয়েছিল। প্রথম উইকেটে পাথুম নিসাঙ্কা এবং কামিল মিশারা ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু, হ্যারিস রউফ পাকিস্তানের হয়ে প্রত্যাঘাত করেন এবং ১১ বলের মধ্যে ৩ উইকেট তুলে নেন। ৮৫ রানে শূন্য থেকে শ্রীলঙ্কা ৯০ রানে ৩ উইকেট হারিয়ে বসে। এরপর সাদিরা সমরবিক্রমা ৩৯, অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৩২ এবং জেনিথ লিয়াঙ্গে ২৮ রান করে শ্রীলঙ্কাকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু আসল জাদু দেখান ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গা ৫২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলেন। মহেশ তিকশানা ১৮ বলে ২১ রান করে হাসারাঙ্গার সঙ্গ দেন। হাসারাঙ্গা ৪৯তম ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান এবং এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ৮ বলে ২১ রান দরকার ছিল। শ্রীলঙ্কা ১৪ রান করতে সক্ষম হয় এবং ৬ রানে ম্যাচ হেরে যায়। শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৯৩ রান করতে পারে।

হ্যারিস রউফ ৪টি, নাসিম শাহ এবং ফাহিম আশরাফ ২টি করে এবং মহম্মদ নওয়াজ ১টি উইকেট নেন।