মুম্বই: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রোহিত শর্মা এরপর এই ফর্ম্য়াট থেকে অবসর নেন। এরপরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। তাঁকে অধিনায়ক করার পেছনে কোচ হিসেবে গৌতম গম্ভীরের অবদান ছিল বিশাল। নেতৃত্বভার পাওয়ার পর থেকে এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ২০টি ম্য়াচে দেশকে নেতৃত্ব দিয়ে ১৩টি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছেন। যদিও সূর্যকুমারের নেতৃত্বভার পাওয়ার বিষয়টি একেবারেই পছন্দ হয়নি সঞ্জয় বাঙ্গারের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ বাঙ্গার বলেন, ''আমি সূর্যকুমারকে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনওই ভাবিনি যে সূর্যকুমার অধিনায়ক হবেন। কারণ এই দৌড়ে হার্দিক বেশ এগিয়ে ছিল। রোহিতের পর হার্দিকেরই এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে অধিনায়ক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল।''

যদিও সূর্যকুমারের নেতৃত্বে বেশ মুগ্ধ হয়েছেন বাঙ্গার। তিনি বলছেন, ''সূর্যকুমার যে দলটাকে নেতৃত্ব দেয়, সেই দলটা একেবারে তরুণ একটা দল। খুব সুন্দর করে দলটা পরিচালনা করছে ও। দারুণ নেতৃত্বভার সামলাচ্ছেন। জাডেজা, রােহিত, কোহলির অনুপস্থিতিতে সূর্যকুমার যোগ্য় ব্যক্তি হিসেবেই নেতৃত্ব সামলাচ্ছেন।''

শুক্রবার যখন পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড, টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে। এবং ভারতের জয় মানেই সিরিজের ফয়সালা হয়ে যাবে।

ভারতকে চিন্তায় রাখবে ওপেনার সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। গত বছর টি-২০ ক্রিকেটে তিনটি সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। জোহানেসবার্গে প্রোটিয়া পেসারদের ঠেঙিয়ে সেঞ্চুরি ছিল। কিন্তু উড ও আর্চারের বিরুদ্ধে সমস্যায় পড়ছেন চলতি সিরিজে। তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ২৬, ৫ ও ৩। দেরিতে শট খেলতে গিয়ে আউট হয়েছেন। আগামী বছর টি-২০ বিশ্বকাপের অঙ্ক সাজাতে শুরু করে দিয়েছে ভারত। তার আগে সঞ্জুর ফর্ম চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

পুণের পিচ থেকেও স্পিনাররা বাড়তি সুযোগ পাবেন বলেই পূর্বাভাস। ফের কার্যকরী হয়ে উঠতে পারেন রশিদ। তবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন স্বপ্নের ফর্মে থাকা বরুণ চক্রবর্তী ও তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কখন, কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ড দ্বৈরথ?