কলকাতা: সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারতীয় দল। ২-২ সিরিজ ড্র করেছে শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আর টেস্টের মঞ্চে দাপট দেখিয়ে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই এবার নজরে এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। যে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্য়াচটি হবে আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। এশিয়া কাপে ভারতের স্কোয়াডে কি ফের ঢুকতে চলেছেন মহম্মদ শামি? কিন্তু সৌরভ গঙ্গোপাধ্য়ায় অবশ্য বলছেন, শামি নয়, তিনি চাইছেন বাংলার মুকেশ কুমারকে সুযোগ দিক বিসিসিআই।

২ বছর আগে জাতীয় দলে অভিষেক হয়েছিল ৩১ বছরের ভারতীয় পেসার মুকেশ কুমারের। কিন্তু বর্তমানে জাতীয় দলের গ্রহ থেকে কিছুটা দূরেই রয়েছেন। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে মুকেশের ফেরা উচিৎ বলেই মনে করেন সৌরভ। তিনি বলছেন, ''মুকেশের অবশ্যই দলে ঢোকা উচিৎ। এশিয়া কাপ যে পরিবেশে খেলা হবে, মুকেশের বোলিং কার্যকরী হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটে এমন পরিবেশেই খেলে এসেছে ও। তাই বিসিসিআইয়ের ওকে সুযোগ দেওয়া উচিৎ।''

এরপরই প্রাক্তন বোর্ড সভাপতি বলেন, ''এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সূচি নেই ভারতীয় দলের জন্য। যদি টি-টােয়েন্টি ফর্ম্যাটের জন্য এশিয়া কাপে সুযোগ পায় মুকেশ, সেক্ষেত্রে ও কিন্তু নিজেকে প্রমাণ করে তুলতে পারে সব ফর্ম্য়াটের জন্যই।''

সৌরভ যদিও মুকেশের কথা বলেছেন, তবুও লড়াইট কিন্তু বঙ্গ পেসারের জন্য হাড্ডাহাড্ডি। কারণ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, হার্দিক পাণ্ড্যরা রয়েছেন। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা রয়েছেন দৌড়ে।

এদিকে, শামি কবে মাঠে ফিরবেন, তা নিয়ে এখনও কোনও সঠিক উত্তর নেই কারও কাছে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর জাতীয় দলের জার্সিতে আর খেলতে পারেননি শামি। মাঝে চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একেবারেই আশানুরুপ পারফরম্য়ান্স করতে পারেননি। ইংল্যান্ড সিরিজেও দলে সুযোগ পাননি। কারণ চোট পুরোপুরি সারেনি। শামির ফিটনেস ইস্যুই বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর মাঠে ফেরার ক্ষেত্রে। এশিয়া কাপের দলে কি চোট সারিয়ে ফিরতে পারবেন তারকা পেসার?

ভারত-পাকিস্তান ম্য়াচ আদৌ আয়োজিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। তবে বিসিসিআই চাইছে ম্য়াচে খেলুক টিম ইন্ডিয়া।