লখনউ: একটা সময় ভারতীয় দলের (Team India) বোলিং কোচ হওয়ার দৌড়ে ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই চিন্তাভাবনা বাস্তবায়িত হয়নি। এবার কি আইপিএলের (IPL) দলের সঙ্গে মেন্টর হিসাবে যুক্ত হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি?


শোনা যাচ্ছে, লখনউ সুপার জায়ান্টস মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছে জাহির খানকে (Zaheer Khan)। ২০২৩ সালের আইপিএলের পর গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেন। তিনি মেন্টর হিসাবে দায়িত্ব নেন কলকাতা নাইট রাইডার্সের। তারপর থেকে আর কোনও মেন্টর দেখা যায়নি লখনউ সুপার জায়ান্টসে। তার পর দল ছেড়ে গিয়েছেন মর্নি মর্কেলও। 


ঘটনা হচ্ছে, গম্ভীর ও মর্কেল - দুজনই এখন ভারতীয় দলের কোচিং স্টাফের সদস্য। দুটি পদ খালি রয়েছে লখনউ সুপার জায়ান্টসে। আর সেই জায়গাতেই জাহির খানকে চাইছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। জাহির দায়িত্ব নিলে তিনি দলের মেন্টর হওয়ার পাশাপাশি দলের বোলিং কোচের ভূমিকাও পালন করবেন।                 


সব ঠিকঠাক চললে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বোলিং কোচ হিসেবে কাজ করতে দেখা যেতে পারত জাহির খানকে। গৌতম গম্ভীর নিজে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে অভিষেক নায়ার ও বিনয় কুমারের নাম প্রস্তাব করেছিলেন। তবে সেই সময় শোনা গিয়েছিল, ভারতীয় বোর্ড বোলিং কোচ হিসেবে দলের প্রাক্তন পেসার জাহির খানকে চাইছে। ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে গম্ভীর কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারের নাম প্রস্তাব করেছিলেন। সেই দাবি মেনে নেয় বোর্ড। কিন্তু বোলিং কোচ হিসেবে গম্ভীরের প্রস্তাবিত বিনয় কুমারের নাম খারিজ হয়। যদিও গম্ভীরের দ্বিতীয় প্রস্তাবিত নাম - মর্নি মর্কেলকেই শ্রীলঙ্কা সফরে দেখা গিয়েছিল। তাই জাহির খানের ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়।


আর তারপরই নতুন ভূমিকায় প্রাক্তন বাঁহাতি পেসারকে দেখা যাওয়ার সম্ভাবনা জোরাল হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ তথা মেন্টর হিসাবে দেখা যেতে পারে জাহিরকে।                         


আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন 'নায়ক' শিলাদিত্য