Suryakumar Yadav: ডেথ ওভারে কেন রিঙ্কুকে বল দিলেন? কেনই বা নিজে আক্রমণে এলেন সূর্যকুমার?

IND vs SL T20: তাছাড়া প্রথমবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে কেমনভাবে দলকে চালনা করেন সূর্য, তার দিকেও নজর ছিল সবার।

Continues below advertisement

পাল্লেকেলে: শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20 Series) সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ৩-০ ব্যবধানে একেবারে হােয়াইটওয়াশ করেছেন লঙ্কা বাহিনীকে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন সব ম্য়াচেই সূর্য। সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন। তাছাড়া প্রথমবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে কেমনভাবে দলকে চালনা করেন সূর্য, তার দিকেও নজর ছিল সবার। সেই পরীক্ষায় অন্তত বলাই যায় ফুল মার্কস নিয়ে পাশ করে গিয়েছেন এই ডানহাতি। বিশেষ করে গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে যেভাবে বোলার নির্বাচনে দক্ষতা দেখিয়েছেন ও ইনিংসে শেষ দুটো ওভারে রিঙ্কুকে ও নিজেকে আক্রমণে নিয়ে চমক দেখিয়েছেন, তার প্রশংসা করছেন প্রত্যেকেই। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন? সিরিজ জয়ের পর সেই বিষয়ই খোলসা করলেন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

Continues below advertisement

উল্লেখ্য, গতকাল একটা সময় ১২ বলে ৯ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। সেই সময় হঠাৎই রিঙ্কু সিংহকে আক্রমণে নিয়ে আসেন সূর্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকালের আগে কখনও বল করেননি এই বাঁহাতি ব্যাটার। এমনকী তাও আবার ডেথ ওভারে। সবাই তো দেখেই চমকে গিয়েছিলেন। স্টেডিয়ামের উপস্থিত শ্রীলঙ্কার অনেক সমর্থকই ভেবে নিয়েছিলেন খুব সহজেই ম্য়াচ জিতে যাবে লঙ্কা ব্রিগেড। কিন্তু রিঙ্কু এরপর যা করেন, তাতে ম্য়াচ থেকে ক্রমেই হারিয়ে যেতে থাকে দ্বীপরাষ্ট্রটি। নিজের ওভারে মাত্র ৩ রান খরচ করে ২টো উইকেট তুলে নেয় রিঙ্কু। এরপরের ২০ তম ওভারেও চমক আসে। সিরাজের ওভার তখনও বাকি। কিন্তু সূর্যকুমার তাঁর হাতে বল তুলে না দিয়ে নিজেই বল করতে চলে আসেন। লঙ্কা ব্যাটাররা তাঁর ওভারেও ম্য়াচ জেতাতে পারেননি। সেই ওভারে সূর্যও ২ উইকেট তুলে নেন, মাত্র ৫ রান খরচ করেন। ম্য়াচ সুপার ওভারে গিয়েছিল এরপর সেখান থেকেই ম্য়াচ জিতে যায় ভারত। সূর্য বলছেন, ''এমন টানটান ম্য়াচে শেষ বল পর্যন্ত ম্য়াচ নিয়ে গিয়ে জেতা ও এমন অনেক অধিনায়ককে দেখেছি। তাঁদের অধীনে খেলেছি। আমি রিঙ্কু ও পরাগকে বলেছিলাম যে নেটে একটু বোলিং অনুশীলন করে রাখতে। কারণ এখানে পিচ শুকনো হলে প্রয়োজন পড়তে পারে ওদের, আমার মনে হয়েছিল।'' যদিও রিঙ্কু যদিও হাসিমুখেই জানান যে, ''আমার ঘরোয়া ক্রিকেটে উইকেট রয়েছে। এমনকী আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্য়াটেও উইকেট পেয়েছি আমি। তবে এখানে আসার পর আমি একটুও বোলিং করিনি।''

 

গতকাল সুপার ওভারে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ রান বোর্ডে তুলতে পেরেছিল। পরপর ওয়াশিংটন সুন্দরের দু বলে দুটো উইকেট হারায় শ্রীলঙ্কা।  রান তাড়া করতে নেমে মাহিশ থিকসানাকে প্রথম বলেই বাউন্ডার হাঁকিয়ে ম্য়াচ জিতে যায় ভারত।

Continues below advertisement
Sponsored Links by Taboola