মুম্বই: ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলি ও রোহিত শর্মা কি আদৌ খেলবেন? গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফর্ম্য়াটকে বিদায় জানান। এরপর চলতি বছরে ইংল্য়ান্ড সফরের আগেই কিছুদিন আগে টেস্টকেও বিদায় জানালেন। কিন্তু এখনও ওয়ান ডে ফর্ম্য়াটকে বিদায় জানাননি দু তারকা ক্রিকেটার। এর আগে দুজনেই বলেছিলেন একবার যে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান তাঁরা দেশের জার্সিতে। তবে সুনীল গাওস্কর তেমনটা মনে করছেন না। দুজনের ওয়ান ডে বিশ্বকাপে খেলা নিয়ে সন্দিহান কিংবদন্তি ভারতীয় ওপেনার।
সাদা বলের ফর্ম্য়াটে রোহিত শর্মা তিনটি দ্বিশতরান হাঁকিয়েছেন এখনও পর্যন্ত। অন্যদিকে এই ফর্ম্য়াটে সর্বাধিক ৫১টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। গাওস্কর এক সাক্ষাৎকারে বলেন, ''সাদা বলের ফর্ম্যাটে দুজনেই দেশের সেরা ক্রিকেটার। দুর্দান্ত রেকর্ড ও পারফরম্য়ান্স তাঁদের ঝুলিতে। কিন্তু এক্ষেত্রে নির্বাচক কমিটিও ২০২৭ বিশ্বকাপের কথা ভাববে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ কি বিরাট ও রোহিত পারফৎ্ম করে যেতে পারবে? আমার মনে হয় নির্বাচক কমিটি পুরোটাই নজরে রাখবে। যদি তাঁদের মনে হয় যে ২ জনেই ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার যোগ্য, সেক্ষেত্রেই হয়ত ওদের স্কোয়াডে রাখা হবে।''
লাল বলের ফর্ম্য়াটে সেভাবে পারফর্ম করতে না পারলেও সাদা বলের ফর্ম্য়াটে এখনও ছন্দেই রয়েছেন দুজনে। চলতি আইপিএলে শুরুর দিকে রোহিত শর্মা রান না পেলেও ধীরে ধীরে তিনি ফর্মে ফিরেছেন। ওপেনে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বড় বড় রান করছেন। অন্য়দিকে বিরাট কোহলি তো এবারও অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন। ১১ ইনিংসে এখনও পর্যন্ত ৫০৫ রান করেছেন আইপিএলে বিরাট। দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার আগে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপেও ধারাবাহিক ভাবে পারফর্ম করেছিলেন।
এদিকে, যোগরাজ সিংহ মনে করেন ৫০ বছর বয়স পর্যন্ত খেলা উচিৎ ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মা। যোগরাজ মনে করেন বিরাট ও রোহিতের মধ্যে আরও অনেক ক্রিকেট বাকি ছিল। তিনি বলছেন, ''আমার মনে হয় বিরাট ও রােহিতের মধ্যে আরও অমেক ক্রিকেট বাকি ছিল। আমি যুবিকেও বলেছিলাম যে এটা একেবারেই সঠিক সময় ছিল না অবসর নেওয়ার। বিরাটের হয়ত মনে হয়েছিল যে ওর ক্রিকেট থেকে আর কিছু পাওয়ার নেই।'' সবসময় বিতর্কের কেন্দ্রে থাকা যোগরাজ আরো বলেন, ''তারকা প্লেয়ারদের আমার মতে ৫০ বছর পর্যন্ত খেলা উচিৎ। আমি ওদের অবসরে দুঃখিত। কারণ তরুণ প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্য দলে আর কেউ থাকল না।''