মুম্বই: সোমবার, ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই চারিদিকে হইচই। এবার মুম্বই বিমানবন্দরে কার্যত তাঁকে টেস্ট ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিলেন, সেই নিয়ে কৈফিয়ৎ চাওয়া হল।  

মঙ্গলবার, ১৩ মে স্ত্রী অনুষ্কা শর্মাসমেত (Aushka Sharma) মুম্বই বিমানবন্দরে দেখা যায় বিরাট কোহলিকে। সেখানেই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর সামনে উপস্থিত পাপারাৎজ়িরা তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ করেন। ভাইরাল ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, 'স্যর আপনি ভুল করেছেন, অবসর কেন নিলেন? আমি আর এবার থেকে ক্রিকেটই দেখব না।' আরেকজন বলে উঠেন, 'আপনার জন্যই আমি টেস্ট ম্যাচ দেখতাম।' এরপরেই বিরাট কোহলিকে ছবি তোলার জন্য বলা হয়। কোহলি নম্রভাবেই তা এড়িয়ে গিয়ে বলেন, 'এখন সময় নেই, বেরোতে হবে। তবে পরে ছবি তুলব, কথা দিলাম।' এই প্রবল জটলার মাঝে বিরাট ও অনুষ্কা কোনওক্রমে বিমানবন্দর থেকে বের হতে পারেন।

 

প্রসঙ্গত, কোহলি ও অনুষ্কাকে আজই সকালে মথুরায় দেখা গিয়েছিল। অবসরের পরের দিনই বৃন্দাবনে অনুষ্কা শর্মার সঙ্গে ছোটন বিরাট কোহলি। আজ, মঙ্গলবার বৃন্দাবনের মথুরায় শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের (Shri Premanand Govind Sharan Ji Maharaj) আশ্রমে গিয়েছিলেন কোহলি ও অনুষ্কা।  

কোহলি ও অনুষ্কার বৃন্দাবনের আশ্রমে প্রবেশের ছবি, ভিডিও চারিদিকে ভাইরাল। অবসর ঘোষণার পরেই কোহলি ও অনুষ্কাকে প্রথমে মুম্বই ও পরে নয়াদিল্লি বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপরেই আজ দুইজনে মিলে প্রেমানন্দ মহারাজের আশ্রমে হাজির হন। দুইজনের মহারাজের সঙ্গে সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়েছে এবং তা মুহূর্তেই ভাইরালও হয়েছে।

ধর্মীয় গুরুর সামনে উপস্থিত হওয়ার পরেই দুইজনে হাতজোড় করে তাঁর সামনে বসে পড়েন। প্রেমানন্দ মহারাজ তাঁদের জিজ্ঞেস করেন, 'তোমরা কি খুশি?' কোহলি গলা ভরা হাসি দিয়ে সম্মতিতে মাথা দোলান। অনুষ্কার মুখেও ছিল মিষ্টি, স্নিগ্ধ হাসি। এরপরেই দুইজনে মাটিতে মহারাজের সামনে বসেই তাঁর সৎসঙ্গে সময় কাটান। সম্ভবত এই বৃন্দাবন সফর করেই তারকা দম্পতি মুম্বইয়ে ফিরছিলেন। তখনই তাঁদের এইসব প্রশ্নের মুখে পড়তে হল।