মুম্বই: টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক শুভমন গিল। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্যাট হাতে। গুজরাত টাইটান্সের নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। যদিও ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করতে পারেননি। কিন্তু গিলের নেতৃত্ব প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এবার বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক কিংবদন্তি রিকি পন্টিংও মনে করেন যে গিলের কাঁধে নেতৃত্বভার দেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত হয়েছে। এমনকী তিনি এটাও মনে করেন যে নিজে ছন্দ ইংল্যান্ডেও বজায় রাখতে পারবেন তরুণ ডানহাতি ব্যাটার।
বিরাট কোহলি ও রোহিত শর্মা সরে যাওয়ার পর আসন্ন ইংল্যান্ড সফরের জন্য যে ভারতীয় স্কোয়াড সেখানেও অনেক চমক দেকা গিয়েছে। একদিকে গিলকে নেতৃত্বভার দেওয়া হয়েছে যেমন, তেমনই করুণ নায়ারের মত ক্রিকেটার টেস্ট দলে সুযোগ পেয়েছেন আট বছর পর। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ''আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের। গিলের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়া একেবারে সঠিক সিদ্ধান্ত।''
পন্টিং আরও বলেন, ''ভারতীয় দলের অধিনায়ক কার হওয়া উচিৎ, তা নিয়ে অনেক কথা বলেছেন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছিলেন যে কেন জসপ্রীত বুমরাকে নেতৃত্বভার দেওয়া হল না। কিন্তু আমি মনে করি শুভমন গিলকে নেতৃত্বভার তুলে দেওয়াটা একেবারে সঠিক মুভ।''
রিকি পন্টিং আরও বলেন, ''গিল এখন সাদা বলের ফর্ম্য়াটে দারুণ ফর্মে ব্যাটিং করছে। কিন্তু টেস্ট ম্য়াচে ব্যাটিং নিয়ে কিছুটা খাটতে হবে। নতুন অধিনায়ক হওয়ার পর এটা মোটেও সহজ কাজ হবে না। নতুন দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ডের মাটিতে সেই পর্যায় ব্যাটিং খুব সহজ হবে না।" তবে সাই সুদর্শনের সুযোগ পাওয়ার বিষয়ে গলা ফাটিয়েছেন পন্টিং। তিনি বলেন, ''যশস্বী জয়েসওয়াল এবং সাই সুদর্শন ওপেন করে, তিন নম্বরে অভিজ্ঞ কাউকে লাগবে। কেএল রাহুল বা করুণ নায়ারকে খেলানো যেতে পারে। তাহলে শুভমনকে চারে নামানো যেতে পারে। অধিনায়কত্বে অভ্যস্ত হয়ে গেলে তারপর আবার তিনে উঠে আসতে পারে।''
আগামী ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। হেডিংলে টেস্ট দিয়ে শুরু হতে চলেছে এই সিরিজটি। গত বর্ডার গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ১-৩ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ভারতীয় দলকে। রোহিত শর্মার নেতৃত্বে সিরিজ হেরেছিল ভারত। পারথ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে বুমরার নেতৃত্বে যদিও জয় দিয়ে সিরিজ অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া।