হারারে: জঙ্গলে গিয়ে লেপার্ডের মুখে পড়লেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার গাই হুইটাল (Guy Whittall)। অল্পের জন্য প্রাণরক্ষা হল তাঁর। ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে হারারের এক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। অস্ত্রোপচারও করা হয়েছে তাঁর।


ঘটনাটি দিন কয়েক আগের। তবে জঙ্গলপ্রেমী হুইটালের এটাই প্রথম হিংস্র প্রাণীর সামনে পড়ে যাওয়া নয়। বছরকয়েক আগে ঘুমনোর সময় জ়িম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারের ঘরে ঢুকে গিয়েছিল আট ফিট লম্বা এক কুমীর। হুইটালের বিছানার তলা থেকে উদ্ধার করা হয়েছিল সেই কুমীরটি।


১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে জ়িম্বাবোয়ের জাতীয় দলের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন গাই হুইটাল। আপাতত জ়িম্বাবোয়ের দক্ষিণ পূর্ব অঞ্চলে হুমানি নামক জায়গায় পারিবারিক জঙ্গল সাফারির ব্যবসা করেন তিনি। তাঁর সংস্থার এক পর্যটক একটি লেপার্ডকে আহত করেছিল। সেই লেপার্ডটিকে দেখতেই সম্ভবত জঙ্গলে গিয়েছিলেন জ়িম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার। 


হুইটালের স্ত্রী হান্না স্টুকস হুইটাল ফেসবুক পোস্টে জানিয়েছেন, লেপার্ডের আক্রমণের শিকার হয়েছেন প্রাক্তন ক্রিকেটার। গোটা ঘটনার গ্রাফিক ছবিও দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটারের হাতে ও পায়ে ক্ষত রয়েছে। তাঁর মাথায় ৫ ইঞ্চি গভীর ক্ষত হয়েছে। পরে আরও একটি ছবিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তাঁর মাথায় মোটা করে ব্যান্ডেজ বাঁধা। তবে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ় দিয়েছেন হুইটাল। 


 






জ়িম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী হান্না জানিয়েছেন, লেপার্ডের আক্রমণে প্রচুর রক্তপাত হয়েছে। তবে প্রাণে বাঁচতেন না জ়িম্বাবোয়ের তারকা, যদি না তাঁর পোষ্য কুকুর ঝাঁপিয়ে পড়ত। মালিকের সঙ্গে মিলে লেপার্ডের মোকাবিলা করেছে সারমেয়। হান্না লিখেছেন, 'আমাদের পোষ্য চিকারা লেপার্ডের সঙ্গে লড়াই করে আহত হয়েছে। দারুণ ছেলে ও।'         


 

আরও পড়ুন: গুজরাতকে হারিয়েও ক্ষমাপ্রার্থী পন্থ! কার কাছে ক্ষমা চাইলেন ঋষভ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।