মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে ৫ উইকেট নিয়েছেন। আইপিএলে রেকর্ড দলে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এরই মধ্যে খারাপ খবর। আঙুলে চোট পেয়ে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ এই অজি অলরাউন্ডার। বুধবার অজি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে গ্রিনের চোটের কথা জানানো হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে সামান্য চিড় ধরেছে। সামনেই আবার ভারত (Australia Tour Of India) সফর। তাই ২৩ বছরের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে আনরিচ নোখিয়ার বলে চোট পান। সঙ্গে সঙ্গে টিমের চিকিৎসকদের পরামর্শমত মাঠ ছাড়েন গ্রিন।
আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকালের সবথেকে দামি অস্ট্রেলিয়ান খেলোয়াড় হলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্যাট কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন ক্যামেরন গ্রিন। ২০২০ সালের নিলামে কামিন্সকে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতদিন পর্যন্ত তিনিই আইপিএলের ইতিহাসের সবথেকে দামি খেলোয়াড় ছিলেন, তবে তাঁর রেকর্ড ভেঙে দিলেন গ্রিন। শুধু তাই নয়, আইপিএলের সর্বকালীন ইতিহাসে একমাত্র স্যাম কারানই গ্রিনের থেকে অধিক দামে বিক্রি হয়েছেন।
তবে কারানকে না পেলেও আরেক তরুণ অলরাউন্ডার গ্রিনকে দলে নিয়ে নিল আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ বছর বয়সি গ্রিন ব্যাট হাতে বড় শট মারতে তো সক্ষমই, পাশাপাশি তিনি ১৪০-র অধিক গতিতে বল করতেও সক্ষম। তিনি মিডল অর্ডার ও টপ অর্ডার দুই স্থানেই ব্যাট করতে পারেন। তাই গ্রিন যে মুম্বই ইন্ডিয়ান্স দলের শক্তি বাড়াবে, তা বলাই বাহুল্য।
সতর্ক বোর্ড
রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।
যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।