নয়াদিল্লি: বিগত কয়েক সিরিজ়ে ভারতের তিন নম্বর পজিশনে শুভমন গিল থেকে সাই সুদর্শন, একাধিক ব্যাটারকে খেলিয়ে দেখা হয়েছে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম টেস্টে আবার সম্পূর্ণ নতুন এক নম্বর তিনকে দেখা যায়। ওই ম্যাচে ওয়াশিংটন সুন্দর তিনে ব্যাটিং করেন। এই প্রতিনিয়ত অদলবদল করার বিরুদ্ধে এবার মুখ খুললেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় ক্রিকেটার স্পষ্ট দাবি জানালেন যাতে কোনও একজন ব্যাটারের ওপর ভরসা করে তাঁকে ওই পজিশনে ব্যাট করার জন্য খানিকটা সময় দেওয়া হোক।

Continues below advertisement

অশ্বিনের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে রাহানে জানান তিন নম্বরে ব্যাট করার জন্য নির্দিষ্ট প্রস্তুতির প্রয়োজন হয় যেটা বারংবার বদলালে সম্ভব নয়। তিনি বলেন, 'এমন একজনের নাম নেব। সাই সুদর্শন। ওই ৮৭ ও ৩৯ রানের বেশ ভাল ইনিংস খেলেছিল যতদূর সম্ভব। তিন  নম্বরে ব্যাট করার জন্য ভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়। ছয়, সাত নম্বরে ব্যাট করলে আবার আলাদারকম দক্ষতার প্রয়োজন। ওয়াশি দারুণ ক্রিকেটার, দারুণ প্রতিভা। তবে ওর জন্য তিন নম্বরে ব্যাট করাটা খুবই কনফিউজ়িং। ও হয়তো ভাবছে কী ভাবে নিজেকে তৈরি করব? আমার মতে ওয়াশি একজন বোলিং অলরাউন্ডার।'

রাহানে আরও যোগ করেন, 'ওকে (সুন্দর) যদি তিন নম্বরে ব্যাট করতেই হয়, তাহলে ভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে। আরও সময় দিতে হবে ওকে। নীচের দিকে ব্যাটিং করার বিষয়টা, ওই দক্ষতাটা সম্পূর্ণই ভিন্ন। ওয়াশি হোক বা সাই, নিরাপত্তা দেওয়াটা এখানে সবথেকে জরুরি। টিম ম্যানেজমেন্ট যদি সাইকে তিন নম্বর ব্যাটার হিসাবে দেখে, তাহলে ওকে সময় দেওয়ার দরকার। ওয়াশির ক্ষেত্রেও বিষয়টা একই। একজন খেলোয়াড়ের গোটা কেরিয়ার এর ওপর নির্ভরশীল। আমরা দেশের হয়ে খেলি। একজন খেলোয়াড় দীর্ঘ সময় তিন নম্বরে স্থায়ীভাবে ব্যাট করুক, এমনটা যদি লক্ষ্য হয়, তাহলে ওদেরকে পরিমিত সময় ও সুযোগ দেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ।' 

Continues below advertisement

শনিবার থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। সেই ম্যাচে যা খবর সাই সুদর্শন আবার ভারতীয় একাদশে ফিরতে চলেছেন। তবে সম্ভবত আহত ভারতীয় অধিনায়ক শুভমন গিলের পরিবর্তেই তাঁকে খেলানো হবে। সেক্ষেত্রে তিনি না গত ম্যাচে তিনে খেলা ওয়াশিংটন সুন্দর, কে ওই পজিশনে ব্যাটিং করেন, সেটা দেখার বিষয় হতে চলেছে।