পারথ: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৭ উইকেট। সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেখানে অ্যাশেজের (The Ashes 2025-26) প্রথম টেস্টের প্রথম দিন পড়ল ১৯টি উইকেট। পারথে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (AUS vs ENG) লড়াইয়ের প্রথম দিনে নজর কাড়লেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ডের ১৭২ রানের জবাবে দিনশেষে অজ়িদের স্কোর ১২৩ রানের বিনিময়ে নয় উইকেট। আপাতত ৪৯ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে সাজঘরে ফিরিয়ে শুরুটা স্বপ্নের মতোই করেন মিচেল স্টার্ক। অপর ওপেনার বেন ডাকেট স্বভাবচিত আক্রমণাত্মক ব্যাটিং করলেও তিনিও মিচেল স্টার্কের শিকার হন। ইংল্যান্ড মহাতারকা জো রুট তো খাতাই খুলতে পারেননি। স্টার্কের আগুনে বোলিংয়ে হাবুডুবু খাচ্ছিল ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে অলি পোপ এবং হ্যারি ব্রুক মিলে ইংরেজদের ইনিংস মেরামতির চেষ্টা করেন।
দুইজনে মিলে চতুর্থ উইকেটে ৪৫ রান যোগ করেন। তবে লাঞ্চের আগেই পোপ অর্ধশতরানের দোরগোড়ায় ৪৬ রান আউট হন। লাঞ্চের পর ইংল্যান্ড অধিনায়ক স্টোকসকে ছয় রানে সাজঘরে ফিরিয়ে স্টার্ক ইনিংসের চতুর্থ সাফল্যটি পান। এমন পরিস্থিতিতে ব্রুক জেমি স্মিথের সঙ্গ পান। ৫২ রানের ইনিংস খেলে অভিষেক ঘটানো ব্রেন্ডন ডগেটের শিকার হন ব্রুক। অপরপ্রান্ত থেকে উইকেট পড়ছে দেখে প্রতিআক্রমণের চেষ্টা করেন স্মিথ। কিন্তু কেউ তাঁকে সঙ্গই দেননি। গাস অ্যাটকিনসনকে ফিরিয়ে পঞ্চম সাফল্য পান স্টার্ক। শেষমেশ ১৭২ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড।
কেরিয়ার সেরা ৫৮ রানে সাতটি উইকেট নেন স্টার্ক। এটাই পারথের এই নতুন স্টেডিয়ামেও সেরা বোলিং পারফরম্যান্স। পাশাপাশি প্রথম বাঁ-হাতি ফাস্ট বোলার হিসাবে অ্যাশেজে ১০০টি উইকেট নেওয়ার গণ্ডি পার করেন। জবাবে ব্যাট করতে নেমে এদিন অজ়ি ওপেনাররা একসঙ্গে বোর্ডে কোনও রান যোগ করতে পারেননি। খাতার খোলার আগেই জ্যাক ওয়েদারল্ডকে ফেরান জোফ্রা আর্চার। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন চা পানের বিরতির আগে পর্যন্ত যাতে কোনও উইকেট না পরে, তা নিশ্চিত করেন।
কিন্তু ব্রাইডন কার্স চা পানের বিরতির পরেই স্মিথকে ১৭ রানে ফেরেন। এদিন চারে নামা উসমান খাওয়াজাও দুই রানে তাঁরই শিকার হন। ১৭ মিনিট মাঠের বাইরে ছিলেন তিনি। তার ফেরার পর ১০ মিনিটেই ইংল্যান্ড অল আউট হয়ে যাওয়ায় নিয়মের বেঁড়াজালে ওপেনিংয়ে নামতে পারেননি খাওয়াজা। এমনকী শুরুতেই উইকেট পড়ায় তিনেও তাঁর নামা হয়নি। তবে চারে নেমেও ব্য়র্থ তিনি। আর্চারের বলে লাবুশেন নয় রানে আউট হতেই অজ়িরা ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলে।
এমন পরিস্থিতিতে ট্র্যাভিস হেড এবং ক্যামেরন গ্রিন ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে গ্রিনের সঙ্গে মিলে ৪৫ রান যোগ করার পর স্টোকসের বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে ধরা দেন হেড। শুরু হয় স্টোকস-শো। শেষ পাঁচ উইকেটের সবকয়টিই নেন ইংল্যান্ড অধিনায়ক। অ্যালেক্স ক্যারি সর্বাধিক ২৬ রানের ইনিংস খেলেন। আপাতত অজ়িদের হয়ে ন্যাথান লায়ন তিন রানে অপরাজিত রয়েছেন। ডগেট অবশ্য এখনও খাতা খুলতে পারেননি। এহেন ঘটনাবহুল প্রথম দিনের পর সকলের নজর পারথ টেস্টের দ্বিতীয় দিনের দিকে।