মুম্বই: ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম অভিযান হবে শ্রীলঙ্কার মাটিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ (IND vs SL) সিরিজ খেলতে রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন গম্ভীর। জাতীয় দলের কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন গম্ভীরের।


আর সেখানে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন গম্ভীর। সেই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে দুজনের ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন গম্ভীর।


রোহিত ও কোহলি - দুজনেরই বয়স ৩৫ পেরিয়েছে। আন্তর্জাতিক টি-২০ থেকে দুজনই অবসর নিয়েছেন। তবে ওয়ান ডে ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতই যে অধিনায়ক থাকবেন, তা জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কিন্তু তারপর? ২০২৭ সালে বসছে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের আসর। সেখানে দেখা যাবে দুই মহাতারকাকে?


গম্ভীর সাফ জানিয়ে দিলেন, দুজনের মধ্যেই অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। ফিট থাকলে দুজনই খেলা চালিয়ে যাবেন। গম্ভীর বলেছেন, 'বড় মঞ্চে ওরা কী করতে পারে, তা দেখিয়ে দিয়েছে। টি-২০ বিশ্বকাপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ - সব জায়গায়। আমার দিক থেকে একটা জিনিস পরিষ্কার করে দিই যে, ওদের দুজনের মধ্যেই অনেক ক্রিকেট বেঁচে রয়েছে। সবচেয়ে বড় কথা, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও অস্ট্রেলিয়া সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজ। অবশ্যই ওরাও এগুলো খেলতে মুখিয়ে থাকবে। এবং তারপর অবশ্যই, ফিট থাকলে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপেও ওরা খেলবে।'


যদিও খেলা কতদিন চালাবেন, সেটা সম্পূর্ণ রোহিত ও কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন গৌতি। তাঁর কথায়, 'এটা ভীষণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলে দিতে পারি না কতদিন ওরা খেলবে। সেটা ওরা ঠিক করবে। এটা সব সময় ক্রিকেটারদের নিজস্ব বিষয়। ওরা দলের সাফল্যে কতটা অবদান রাখতে পারবে, কারণ দিনের শেষে দলই সব।' যোগ করেে, 'তবে বিরাট ও রোহিত কী করতে পারে সেটা দেখার পর আমি নিশ্চিত, অনেক ক্রিকেট এখনও বেঁচে রয়েছে ওদের মধ্যে। ওরা এখনও বিশ্বমানের ক্রিকেটার। যে কোনও দল চাইবে যতদিন সম্ভব ওদের খেলাতে।'


আরও পড়ুন: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।