মুম্বই: অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ড্রেসিংরুমে নাকি তুলকালাম করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেটারদের প্রবল বকাঝকা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। যে খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে।


আর তারপরই তুমুল বিতর্ক শুরু হয় ভারতীয় ক্রিকেটে। শোরগোল পড়ে যায়। ড্রেসিংরুমের কথোপকথন মিডিয়াতে কী করে ফাঁস হয়ে যায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টের আগে হেড কোচ গৌতম গম্ভীর তাঁর সাংবাদিক সম্মেলনের সময় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার বোর্ডের সঙ্গে বৈঠকে গম্ভীর এক ক্রিকেটারের বিরুদ্ধে ড্রেসিংরুমের ভেতরের খবর ফাঁস করার অভিযোগ তুলেছেন বলে খবর।


কে সেই ক্রিকেটার? শোনা যাচ্ছে, বোর্ড কর্তাদের কাছে সরফরাজ খানের নাম করেছেন গম্ভীর। সরফরাজই ড্রেসিংরুমের খবর সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন বলে খবর। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে চতুর্থ টেস্টে পরাজয়ের পর গম্ভীর ভারতীয় ক্রিকেটারদের প্রবল ধমক দেন বলে খবর। শোনা গিয়েছিল, তিনি খেলোয়াড়দের বলেছেন যে, তাঁর নির্দেশ মেনে না খেললে দলের বাইরে বসতে হবে। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে তাঁর বেপরোয়া শটের জন্য ঋষভ পন্থকেও প্রবল ধমক দিয়েছিলেন গম্ভীর। ভারতের হারের জন্য তাঁকে দায়ীও করেন হেড কোচ।


ড্রেসিংরুমের এই খবর জানাজানি হওয়ার পরই অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড় সফরকারী দলকে ব্যঙ্গ করেন। গম্ভীরকে তাঁর সাংবাদিক বৈঠকের সময় একজন সাংবাদিক এটি সম্পর্কে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন। তখন গম্ভীর সরাসরি কিছু বলেননি। তবে ড্রেসিংরুমের কথোপকথন বন্ধ দরজার পিছনে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন তিনি।


আরও পড়ুন: ওজন কমাতে দৌড়চ্ছেন রোহিত, ভারতীয় দলে জায়গা বাঁচাতে খেলবেন রঞ্জি ট্রফিতে?


শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিকদের সঙ্গে যে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন গম্ভীর, সেখানে তিনি সরফরাজের নামে ড্রেসিংরুমের খবর ফাঁস করার নালিশ করেন। সেই পর্যালোচনা বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন বলেই খবর।


দলের ভিতরে গম্ভীরের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমস্যা চলছে, এমন খবরও প্রকাশ্যে আসেছে। শুধু ক্রিকেটাররা নন, গম্ভীরের তোপের মুখে পড়েছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলও। ব্যক্তিগত মিটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার প্র্যাক্টিসে ভারতের বোলিং কোচ দেরি করে পৌঁছন বলে গম্ভীরের ভর্ৎসনা শুনতে হয় মর্কেলকে।