সন্দীপ সরকার, কলকাতা: যে দুবার তাঁর নেতৃত্বে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR), ট্রফি নিয়ে শহরে ফিরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) উৎসব করেছেন নাইট ভক্তরা। যে সেলিব্রেশনে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শাহরুখ খান!


মেন্টর হিসাবে ফিরে দশ বছর পর কেকেআরকে ফের আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। যদিও চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ কলকাতার মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারেননি গম্ভীর। সেই সময় দেশে চলছিল লোকসভা নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় ইডেনে কেকেআরের জমায়েতের পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। চেন্নাইয়ে ফাইনালে জেতার পর সেখান থেকেই ক্রিকেটারেরা যে যাঁর মতো করে ফিরে গিয়েছিলেন। চেন্নাই থেকে দিল্লির বাড়িতে ফিরে গিয়েছিলেন গম্ভীরও।


অবশেষে ফের কলকাতায় আসার সুযোগ হল গম্ভীরের। আর সেটা এমন একটা সময়ে, যখন গোটা দেশের সংবাদমাধ্যমে শিরোনামে তিনি। কেন? জাতীয় দলের কোচ হিসাবে গৌতিকেই যে ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)!


ক্রিকেটার হিসাবে ভারতের জার্সিতে জোড়া বিশ্বকাপ জিতেছেন গম্ভীর। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে জিতেছিলেন টি-২০ বিশ্বকাপ। ২০১১ সালে ধোনির ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মেন্টর হিসাবে গম্ভীরের ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে দলকে পরপর দুবার আইপিএলের প্লে অফে তুলেছিলেন। আর কেকেআরের মেন্টর হিসাবে প্রথম মরশুমেই আইপিএল চ্যাম্পিয়ন করেছেন নাইটদের।


তারপর থেকেই শোনা যাচ্ছিল, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে পারেন গৌতি। তাঁর সঙ্গে আইপিএল ফাইনালের পরই সম্ভবত এক দফা কথা হয়েছিল বোর্ড সচিব জয় শাহর। রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচ হতে চেয়ে আবেদন করেছেন গম্ভীর। তাঁর একদফা ইন্টারভিউ হয়ে গিয়েছে বলেও খবর। ভারতীয় ক্রিকেট দলের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অশোক মলহোত্র গম্ভীরের সঙ্গে জুম কলে কথা বলেছেন বলেই জানা গিয়েছে।


আর সেই আবহেই কলকাতায় গম্ভীর। কেন? শোনা গেল, মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে একটি অনুষ্ঠানে প্রধান বক্তা গম্ভীর। সেই কারণেই তাঁর কলকাতায় আসা। শুক্রবার শহরে এসে রাত্রিযাপনও করবেন। শনিবার তিনি ফিরে যাবেন দিল্লি।



প্রথমে শোনা যাচ্ছিল, টি-২০ বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা করে দেবে ভারতীয় বোর্ড। তবে টি-২০ বিশ্বকাপের পরই জ়িম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারত। সেই দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে যেতে পারেন ভি ভি এস লক্ষ্মণ।


তারপর কি তবে গম্ভীরের নাম ঘোষণা করা হতে পারে? নাকি শেষ মুহূর্তে রয়েছে বড় কোনও চমক? উত্তরের অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


আরও পড়ুন: বড় চোট থেকে রক্ষা মেসির, কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু আর্জেন্তিনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।