মুম্বই: ঘূর্ণি পিচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণের ছক কষেছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। কিন্তু গম্ভীর(Gautam Gambhir) ও রোহিত শর্মার (Rohit Sharma) দলের পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরেছে। টানা তিনটি টেস্টেই ঘূর্ণি পিচে নিজেদের দেশের মাটিতে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। এরপরই প্রাক্তন পাক অধিনায়ক ও স্যুইংয়ের সুলতান ওয়াসিম আক্রমও (Wasim Akram) একবার খোঁচা দিয়ে জানিয়েছিলেন যে পাকিস্তান এবার ঘূর্ণি পিচে ভারতকেও হারিয়ে দেবে টেস্টে। 


বর্ডার গাওস্কর ট্রফির উদ্দেশ্যে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিচ প্রসঙ্গে গৌতম গম্ভীর অবশ্য সোজাসাপটা জবাব দিলেন। তিনি জানিয়ে দিলেন পিচ কেমন হবে, না হবে তা নিয়ে কিছু ভাবছেন না তাঁরা। বিদেশের মাটিতে ম্য়াচ জেতাটাই তাঁদের একমাত্র লক্ষ্য, জানিয়ে দিয়েছেন বিরাট, রোহিতদের হেডস্যার।


সাংবাদিক বৈঠকে গম্ভীর বলেন, ''উইকেট কেমন হবে, কেমন উইকেটে আমরা পারফর্ম করতে পারব, এভাবে তো ভাবা উচিৎই না। এমনকী আমরা উইকেট নিয়ে ভাবছিও না আমরা। ওটা আমাদের হাতে নেই। অস্ট্রেলিয়া যেমন উইকেট চাইবে, তেমনটাই করবে। সেই উইকেটেই আমাদের খেলতে হবে। আমরা মানসিকভাবে প্রস্তুত যে কোনও উইকেটে, যে কোনও পরিস্থিতিতে খেলার জন্য। বিদেশের মাটিতে ম্য়াচ জেতার লক্ষ্যেই সবাই মরিয়া হয়ে ঝাঁপাবে আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে।''


 



উল্লেখ্য, রবিবার সন্ধেয় পারথ বিমানবন্দরে পা রাখেন কোহলি। রবিবার ১০ নভেম্বর রাতে আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গেলেন। শুভমন গিল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজরা অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়সওয়াল ও সুন্দর ছাড়া কোনও প্লেয়ার পারফর্ম করতে পারেননি। সিঙ্গাপুর হয়ে পারথে উড়ে যাবে তাঁদের বিমান। তরুণ প্লেয়ারদের সঙ্গে ছিলেন সহকারী কোচ অভিষেক নায়ারও।


এদিকে, বিরাটের পারফরম্য়ান্স নিয়ে নাক গলানোর পর রিকি পন্টিংকে এবার পালটা খোঁচা দিলেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ''ভারতীয় ক্রিকেট ও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এত চিন্তা করে ওঁর কী লাভ? ওঁ বরঞ্চ অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে ভাবুক, ওটা বেশি ভাল হবে। রোহিত ও বিরাট দলের অভিজ্ঞ ক্রিকেটার। ওদের মানসিক কাঠিন্যও বিশাল। এখনও ওদের ক্রিকেটের প্রতি একইরকম খিদে রয়েছে। ড্রেসিংরুমে গিয়ে ওদের সঙ্গে কথা বললেই সেটা বোঝা যাবে। এমনকী বাকি সব ক্রিকেটারদের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। বিরাট ও রোহিত দুজনেই ভীষণ পরিশ্রম করছে। বিশেষ করে গত সিরিজের পর।''