পারথ: চারিদিকে সমালোচনার ঝড় বয়ে চলেছে তাঁকে নিয়ে। গোটা বছরে মাত্র দুটো অর্ধশতরান। বাংলাদেশের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খারাপ পারফরম্য়ান্স। এবার সামনে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy)। একেবারে অগ্নিপরীক্ষা সামনে। তাই আগেভাগেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিলেন শনিবার রাতেই। এবার প্রথম টেস্ট যেখানে হবে, সেই পারথেও প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পৌঁছে গেলেন কিং কোহলি।
রবিবার সন্ধেয় পারথ বিমানবন্দরে পা রাখেন কোহলি। রবিবার ১০ নভেম্বর রাতে আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গেলেন। শুভমন গিল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজরা অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়সওয়াল ও সুন্দর ছাড়া কোনও প্লেয়ার পারফর্ম করতে পারেননি। সিঙ্গাপুর হয়ে পারথে উড়ে যাবে তাঁদের বিমান। তরুণ প্লেয়ারদের সঙ্গে ছিলেন সহকারী কোচ অভিষেক নায়ারও।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফি। প্রথম টেস্ট পারথে। সেই ম্য়াচে হয়ত খেলবেন না রোহিত শর্মা। ব্যক্তিগত কারণের জন্য ছুটি চেয়েছেন বোর্ডের কাছে এমনটাই খবর। আবার কানাঘুষো শোনা যাচ্ছে স্ত্রী রীতিকা সন্তানসম্ভবা, তাই সেই সময় স্ত্রী-র সঙ্গে থাকতে পারেন রোহিত। অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে গম্ভীর নিশ্চিত করেছেন," যদি রোহিতকে পাওয়া না যায়, সেক্ষেত্রে যশপ্রীত বুমরা, সহ-অধিনায়ক হওয়ায়, নিশ্চিতভাবেই (অধিনায়ক) তিনি হবেন। এই মুহূর্তে কোনো বিষয়ে নিশ্চয়তা নেই। পরিস্থিতি কী তা সময়মতো জানিয়ে দেব। আশা করছি, ওকে (রোহিত শর্মা) পাওয়া যাবেয কিন্তু, সিরিজ শুরু হওয়ার আগে আগে আমরা সব জানতে পারব।" ভারতীয় টিম অস্ট্রিলয়া সিরিজ খেলতে যাওয়ার আগে মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন গম্ভীর।
টিমের বাকি সদস্যরা আজ, সোমবার পাড়ি দেবেন। কিন্তু, সেই বিমানে রোহিত থাকবেন কি না তা নিশ্চিত করেননি গম্ভীর। ব্যক্তিগত কারণে রোহিত প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দিতে না পারলে, ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গী হবেন কে ? গম্ভীর বলছেন, "নিশ্চিতভাবেই অভিমন্যু ঈশ্বরণ ও কেএল রাহুল রয়েছে। তাই প্রথম টেস্টে রোহিত শর্মাকে না পাওয়া গেলে তার গায়ে গায়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একাধিক অপনশন রয়েছে। এমনটা নয় যে অপশন নেই। বরঞ্চ স্কোয়াডে একাধিক অপশন রয়েছে।"