নয়াদিল্লি : গতবছর একদিনের বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে। চোটমুক্ত হয়ে এবার নেটে ফিরেছেন মহম্মদ শামি। বিশ্বকাপে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের পর গোড়ালির চোট থেকে প্রায় সেরে উঠেছেন তিনি। এদিকে এই চোটের কারণেই এবছর টি২০ বিশ্বকাপেও ছিলেন না তিনি। অথচ একদিনের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীও তিনিই হন। সম্প্রতি একটি পডকাস্টে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন শামি। শুভঙ্কর মিশ্র তাঁর কাছে জানতে চান, নেটে রোহিত না বিরাট, কাকে বল করা বেশি কষ্ট ?
শামি বলেন, 'ওরা (বিরাট কোহলি ও রোহিত শর্মা) নেটে আমার মুখোমুখি হতে পছন্দ করে না। একাধিক সাক্ষাৎকারে আমি এটা বলেছি। বিরাটের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক। আমরা একে অপরকে চ্যালেঞ্জ জানাতে থাকি। ও চেষ্টা করে আমার বিরুদ্ধে ভিন্ন শট খেলার। আমিও চেষ্টা করি ওকে আউট করার। এই বন্ধুত্বই আমাদের উজ্জীবিত করে। যার জেরে আমরা ১০০ শতাংশ দিই। আমি সবসময় ফিল্ড ভাল করে সেট করে নিই। তারপর বিরাটকে ব্যাট করতে ডাকি। রোহিত কখনোই নেটে আমার মুখেমুখি হতে চায় না। সরাসরি না বলে দেয়। নেটে আমি ২-৩ বার বিরাটকে আউট করেছি। সবসময় ও বিরক্ত হয়ে যায়।'
শুভঙ্ক মিশ্রর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শামি আরও বলেন বলেন, 'বিরাট কোহলি ও ইশান্ত শর্মা আমার প্রিয় বন্ধু। কারণ, আমি চোট পাওয়ার পর ওঁরাই আমার নিয়মিত খোঁজ রেখে গিয়েছেন।'
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শামি নিজের শারীরিক অবস্থা নিয়ে জানান। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ভারতের তারকা পেসার। সেখানে দেখা যাচ্ছে, তিনি নেটে সাবধানে বল করছেন। গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর, সতর্কতা অবলম্বন করছেন শামি। এখনই সর্বোচ্চ দিয়ে বল করতে চাইছেন না তিনি। কারণ, তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে শামি ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে এবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে টিম ইন্ডিয়া ২টি টেস্ট ও ৩টি টি২০ ম্যাচ খেলবে। তাতে ভারতের তারকা পেসারের প্রত্যাবর্তনের আশা করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।