মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তুলনা মহম্মদ রিজওয়ানের। হ্যাঁ, এমনই তুলনা টেনেছেন পাকিস্তানের এক সাংবাদিক। নিজের সোশ্য়াল মিডিয়ায় এক ওপিনিয়ন পোলে কে বেশি ভাল, এই প্রশ্নে ধোনির সঙ্গে রিজওয়ানের তুলনা টেনেছিলেন সেই সাংবাদিক। এবার তারই উপযুক্ত জবাব দিলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ। টার্বুনেটর সেই সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেছেন। এমনকী ধোনি যে ৪৩ বছর বয়সেও স্টাম্পের পেছনে বিশ্বের সেরা, তাও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন স্পিনার।
পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান তাঁর ওপিনিয়ন পোলে প্রশ্ন রেখেছিলেন যে রিজওয়ান ও ধোনির মধ্যে সেরা যে, তাঁকে বেছে নিতে। তিনি লিখেছিলেন, ''আচ্ছা বলুন তো এমএস ধোনি নাকি মহম্মদ রিজওয়ান? কে সেরা? সত্যি করে বলবেন?'' সেখানেই হরভজন তাঁকে উত্তরে লেখেন, ''‘আজকাল কী সেবন করছেন আপনি? এটা কি ধরনের বোকা বোকা প্রশ্ন? ভাই এঁনাকে কিছু বলুন। ধোনি রিজওয়ানের চেয়ে অনেক এগিয়ে, রিজওয়ানকে জিজ্ঞেস করলে সেও সঠিক উত্তরটাই দেবে। আমি রিজওয়ানকে পছন্দ করি, সে একজন ভালো খেলোয়াড় যে ভালো খেলে। কিন্তু ধোনির সঙ্গে ওর তুলনা করাটাই ভুল। ধোনি এখনও এই বয়সেও বিশ্ব ক্রিকেটে এক নম্বর। উইকেটের পিছনে তাঁর চেয়ে ভালো আর কেউ নেই।'' উল্লেখ্য, অধিনায়ক হিসাবে, ধোনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এছাড়াও উইকেটের পেছনে ধোনির দ্রুতগতির স্ট্যাম্পিংয়ের ধারেকাছে বর্তমানেও কেউ নেই।
এদিকে, ভারতীয় ক্রিকেট দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে রোহিত শর্মা ও বিরাট কোহলির বিকল্প হতে পারেন ৪ জন এমনটাই মনে করেন দীনেশ কার্তিক। চারজনের মধ্য়েই সেই যোগ্যতা আছে বলে মনে করেন প্রাক্তন কেকেআর অধিনায়ক। কার্তিকের পছন্দের চার তরুণ হলেন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড। এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''রোহিত ও বিরাটের বিকল্প পাওয়া টি-টােয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে সত্যিই ভীষণ কঠিন। তবুও আমি যদি একাদশ সাজাই, তবে ওঁদের বিকল্প হতে পারে চারজন ক্রিকেটার। শুভমন, তিলক, অভিষেক ও রুতুরাজ। যশস্বী জয়সওয়ালও একাদশে অবশ্যই থাকবে।''