মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আইপিএলের আগে এটাই জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজ ভারতীয় ক্রিকেটারদের কাছে। টেস্ট সিরিজে জয় পেলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা খেলবেন না। তাঁর বদলে হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দেবেন প্রথম ম্য়াচে। এর আগেই জাতীয় দলের জার্সিতে নেতৃত্ব দিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। সাফল্যও পেয়েছেন। আর তাই ২০২৩ বিশ্বকাপের পর হার্দিক পাণ্ড্যকেই ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান সুনীল গাওস্কর। চলতি বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই রোহিত শর্মার বদলে হার্দিককে ৫০ ওভারের ফর্ম্যাটে অধিনায়ক করার সওয়াল তুলেছেন লিটল মাস্টার।


কী বলছেন গাওস্কর?


এক সাক্ষাৎকারে সুনীল গাওস্কর বলেন, ''আমরা এর আগে দেখেছি যে হার্দিক পাণ্ড্য অধিনায়ক হিসেবে দলের সঙ্গে দারুণভাবে কাজ করেছে। খুব সহজভাবে ও প্লেয়ারদের সঙ্গে মিশে গিয়েছে। প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে। এটাই দরকার ভীষণভাবে। সবাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। হার্দিক যেভাবে দলের প্রত্যেককে উদ্বুদ্ধ করে, তা একটা দারুণ নিদর্শন।"








লিটল মাস্টার আরও বলেন, ''হার্দিক নিঃসন্দেহে ভারতীয় দলের একজন ইমপ্য়াক্টফুল প্লেয়ার। যে কোনও সময় খেলার গতি প্রকৃতি বদলে দিতে ওস্তাদ তিনি। গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন হার্দিক। আইপিএলে দেখেছি আমরা যখন দলের প্রয়োজন মনে হয়েছে, তখনই ও এগিয়ে এসেছে। নিজের কাঁধে দায়িত্ব নিয়েছে।''


চিন্তায় অশ্বিন!


পূজারার বোলিংয়ের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে অশ্বিন লেখেন, 'কাজ ছেড়ে দিতে হবে নাকি?' জবাবে পূজারা লেখেন, 'না, না, এটা তো নাগপুরে তিন নম্বর নামার প্রতিদানমাত্র।' নাগপুরে প্রথম টেস্টে পূজারার বদলে নাইট ওয়াচ ম্যান হিসাবে ব্যাট নেমেছিলেন অশ্বিন। পূজারা সম্ভবত সেই ঘটনারই কথা উল্লেখ করেন। তবে পূজারা এটিকে প্রতিদান হিসাবে দেখলেও, অশ্বিন কিন্তু বিষয়টিকে এমনভাবে দেখছেন না।







অশ্বিন পূজারার পোস্টের জবাবে লেখেন, 'তোমার প্রচেষ্টাকে বাহবা জানাচ্ছি, তবে এটাকে আদৌ প্রতিদান বলা যায় কি না, সেই নিয়ে আমার সন্দেহ রয়েছে।' এর পূজারার লেখেন, 'ভবিষ্যতেও তুমি যাতে প্রয়োজনে তিন নম্বরে নামতে পার এবং যথেষ্ট বিশ্রাম পাও সেটা তো দেখতে হবে।' প্রসঙ্গত, এই ম্যাচে শুধু পূজারাকেই যে অফস্পিন বল করতে দেখা গিয়েছে তেমনটা নয়, শুভমন গিলও কিন্তু নিজের হাত ঘোরান।