গালিয়র: নতুন মাঠ, নতুন পরিবেশ, একেবার তারুণ্যে ভরা ভারতীয় দল। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেতৃত্ব দিলেও সুযোগ পেয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে ছিলেন। বাংলাদেশের (Bangladesh Cricket Team) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলেও সুযোগ মিলেছে। আর আসন্ন সিরিজেই নতুন মাইলস্টোনের হাতছানি রয়েছে হার্দিকের সামনে।


এখনও পর্য়ন্ত কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে মোট ১০২ ম্য়াচ খেলেছেন বঢোদরার অলরাউন্ডার। ঝুলিতে পুরেছেন ৮৬ উইকেট। যদি আর পাঁচটি উইকেট নিতে পারেন, তাহলেই কিন্তু কুড়ির ফর্ম্য়াটে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় বুমরা ও ভুবনেশ্বরকে টপকে যাবেন হার্দিক। এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত জসপ্রীত বুমরা ৭০ ম্য়াচে ৮৯ উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর ৮৭ ম্য়াচে ৯০ উইকেট নিয়েছেন। আর পাঁচটি উইকেট পেলেই দুজনকে টেক্কা দিয়ে দেবেন হার্দিক। তবে এই তালিকায় শীর্ষে আছেন যুজবেন্দ্র চাহাল। ৮০ ম্য়াচ খেলে ৯৬ উইকেট নিয়েছেন তিনি। তাঁক টেক্কা দিতে আসন্ন তিন ম্য়াচের সিরিজে ১১ উইকেট নিতে হবে হার্দিককে। যা কিছুটা চ্যালেঞ্জিংই। তবে চাহাল শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ২০ অগাস্ট। এরপর থেকে ধারাবাহিকভাবে সেভাবে টি-টোয়েন্টিতে ভারতীয় দলে সুযোগ পান না হরিয়ানার লেগস্পিনার। যদি পেতেন, তবে উইকেটের সংখ্যাও হয়ত দেড়শোর গণ্ডি পেরিয়ে যেত।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিার বিরুদ্ধে শেষ ওভারে বল করতে এসেছিলেন হার্দিকই। ওভারে ১৬ রান প্রয়োজন ছিল। প্রথম বলেই ডেভিড মিলার লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান। সূর্যকুমার যাদব দুরন্ত ক্যাচ লুফে নেন। বাকি পাঁচ বলেও জয়ের প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। রোহিতও পরে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। 


এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। প্রায় একপেশে লড়াই হয়েছে যে তা কিন্তু পরিসংখ্যান দেখলেই স্পষ্ট। মোট ১৩ বার ভারতীয় ক্রিকেট দল জয় ছিনিয়ে নিয়েছে। ২০১৯ সালে একমাত্র একটি টি-টোয়েন্টি ম্য়াচ হেরেছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে নিজেদের ঘরের মাঠেই বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছিল। 


আরও পড়ুন: হার দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান, ম্য়াচের পর কী বলছেন জেমিমা?