তাঁরা যে আগ্রাসী মানসিকতা নিয়ে টি-২০ বিশ্বকাপে (Womens T20 World Cup 2024) নামছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই তা স্পষ্ট করে দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের ওপেনার সুজি বেটস। টস জিতে হরমনপ্রীত কৌরদের প্রথমে ফিল্ডিং করতে পাঠিয়েছিল নিউজ়িল্যান্ড। হরমনপ্রীত নতুন বল তুলে দিলেন পূজা বস্ত্রকারের হাতে। পূজার প্রথম বলেই বাউন্ডারি মারেন কিউয়ি ওপেনার সুজি বেটস। সেই ওভারে পূজাকে জোড়া বাউন্ডারি মারেন সুজি বেটস। ১ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৯ রান। সেখান থেকেই যেন গোটা ইনিংসের গতিপথ নির্ধারিত হয়ে যায়।
নিউজ়িল্যান্ডের দুই ওপেনার সুজি ও জর্জিয়া প্লিমার মিলে যে রিংটোনটা সেট করে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। চার নম্বরে নেমে ৩৬ বলে ৫৭ রানের অপরাজিত ও আগ্রাসী ইনিংস খেলেন তিনি। ভারতের বিরুদ্ধে মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় স্কোর তোলে নিউজ়িল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ১৬০/৪ তোলে তারা। ম্যাচ জিততে হলে ১৬১ তুলতে হতো স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের। ওভার প্রতি ৮ রান করে প্রয়োজন ছিল।
কঠিন পরীক্ষায় শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে ১০২ রানে অল আউট হয়ে যায় ভারত।