আমদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা বা কেএল রাহুল ভারতীয় টি-টোয়েন্টি দলের হয়ে মাঠে নামেননি। তাঁদের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যই (Hardik Pandya) দলকে নেতৃত্ব দিয়েছেন। হার্দিকের নেতৃত্বে পর পর সিরিজও জিতেছে ভারতীয় দল (Team India)। তবে সাদা বলের ক্রিকেট চুটিয়ে খেললেও, হার্দিক ২০১৮ সালের ৩০ অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন। তারপর চোট সমস্যা তাঁকে বহুদিন ভুগিয়েছে। এখন তিনি আবার ফিট। বহু ভারতীয় সমর্থকেরই মনে তাই প্রশ্ন জাগছে, হার্দিক টেস্ট ক্রিকেটে কবে ফিরবেন? তিনি কি আদৌ আর টেস্ট খেলবেন?
হার্দিকের টেস্ট ভবিষ্যত
হার্দিক নিজেই তাঁর টেস্ট ভবিষ্যত ঘিরে কৌতূহল দূর করতে মুখ খুললেন। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমার যখন ব্যক্তিগতভাবে টেস্ট ক্রিকেটে ফেরার সঠিক সময় মনে হবে, তখনই আমি ফিরব। তবে বর্তমানে আমি সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করতে চাই, কারণ এখন এটাই প্রয়োজনীয়। যদি আমার শরীর আমায় সঙ্গ দেয় এবং আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ফেরার এটাই সঠিক সময়, তাহলেই আমি আবার টেস্ট ক্রিকেট খেলার চেষ্টা করব।' প্রসঙ্গত, ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটানোর পর থেকে হার্দিক ভারতের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন।
ফিট জাডেজা
বর্ডার-গাওস্কর ট্রফির আগে স্বস্তিতে ভারতীয় দল। ফিটনেস টেস্টে পাস করে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। হায়দরাবাদের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে পাস করেছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। কিন্তু নাগপুর টেস্টের আগে অনিশ্চিত শ্রেয়স আইয়ার।
উল্লেখ্য, ২০২২ সালে অগাস্টে এশিয়া কাপের পর জাডেজা আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। এরপরই পাঁচ মাসের জন্য ২২ গজ থেকে ছিটকে যান জাডেজা। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি জাডেজা। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ ফেরার কথা ছিল তাঁর, কিন্তু শেষ মুহূর্তে নাম তুলে নেন জাডেজা। গত সপ্তাহে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন।
তবে জাডেজা ফিরলেও শ্রেয়স আইয়ার নাগপুর টেস্টে অনিশ্চিত। পিঠের চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এরপর থেকে আর ফেরা হয়নি তাঁর।। এনসিএতেই রিহ্যাবে আছেন এই মুহূর্তে তরুণ এই ব্যাটার। কিন্তু এখনও পুরো সুস্থ হননি তিনি। তাই নাগপুর টেস্টে হয়ত পাওয়া যাবে না শ্রেয়সকে।
আরও পড়ুন: উইকেটের চরিত্র ঠিক থাকলে অস্ট্রেলিয়াই সিরিজ জিতবে, মত অজি কিংবদন্তির