নয়াদিল্লি: ২০২০ সালে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অগ্য়স্ত নামে তাঁদের দুই বছর একটি সন্তানও রয়েছে। তবে করোনার কড়া বিধিনিষেধের জেরে হার্দিক ও নাতাশা একেবারে অল্প লোকের সমাগমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এখন করোনার চোখরাঙানি আর নেই বললেই চলে। নেই বিধিনিষেধও। একাধিক রিপোর্ট অনুযায়ী এবার তাই বন্ধুবান্ধবদের উপস্থিতি আবারও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন হার্দিক-নাতাশা।
চাঁদের হাট
খবর অনুযায়ী, উদয়পুরে আয়োজিত হবে নাতাশা-হার্দিকের বৈবাহিক অনুষ্ঠান। শোনা যাচ্ছে সোমবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দুইজনে আবারও সাত পাক ঘুরবেন। এই উদ্দেশে ইতিমধ্যেই হার্দিক, নাতাশা, হার্দিকের দাদা ক্রুণালরা উদয়পুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সম্ভবত তারকা জুটির বিয়ের সাক্ষী থাকতে উদয়পুরে উড়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma), কেএল রাহুল (KL Rahul), আথিয়া শেট্টিরা (Athiya Shetty)। মঙ্গলবার সকাল সকালই আথিয়া, কেএল, বিরুষ্কাদের বিমানবন্দরে দেখা গেল।
প্রসঙ্গত, রাহুল ও আথিয়াও সদ্যই ২৩ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠেও নেমেছিলেন রাহুল। সেই টেস্টের অঙ্গ ছিলেন বিরাটও। মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে প্রথম টেস্ট। দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি থেকে। হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তাই এই ফাঁকেই বন্ধু, সতীর্থ হার্দিকের বিয়েতে উপস্থিত থাকতে উড়ে গেলেন বিরাট, রাহুলরা।
প্রসঙ্গত, এবার হার্দিকের-নাতাশার বিয়ে একেবারে পুরো রীতি মেনেই করা হচ্ছে বলে খবর। বিয়েতে প্রথাগত গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের মতো সব অনুষ্ঠানই আয়োজিত হবে খবর।
অনিশ্চিত শ্রেয়স
১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্য়াচে কি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারতীয় একাদশে ফিরবেন? উত্তর সম্ভবত না। পিঠের চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি শ্রেয়স। দ্বিতীয় টেস্টের আগে তিনি ভারতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছিল। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী শ্রেয়স এখনও পুরোপুরি ফিট নন এবং বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই তিনি নিজের রিহ্যাব চালাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে এত দ্রুত সরাসরি টেস্ট ম্যাচ খেলানোর ঝুঁকি নেবে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: অধিনায়ক বিরাটের দেখানো পথেই হাঁটছেন, অকপট স্বীকারোক্তি রোহিতের