মুম্বই: কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন হার্দিক পাণ্ড্য। নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে চারবছর সংসার করার পর অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। ডিভোর্সের পর এই প্রথমবার নাতাশার সোশ্যাল মিডিয়া পোস্টে রিঅ্যাক্ট করতে দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতের তারকা অলরাউন্ডাকে। এরপরই গুঞ্জন শুরু হয়ে গিয়েছ যে তবে কি হার্দিক-নাতাশার মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে আগের মতই। অনেকে তো আবার এমনটাও আর্জি রেখেছেন যে তাঁরা যেন ফের সবকিছু ভুলে এক হয়ে যান। 


গত ১৮ জুলাই নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডিভোর্সের খবর অফিশিয়ালি জানান হার্দিক। এরপরই ছেলে অগ্যস্তকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছিলেন নাতাশা। সেখানেই ছেলেকে নিয়ে একটি পার্কে গিয়েছিলেন তিনি। ছেলের সঙ্গে মজার মজার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দেন নাতাশা। তাতেই হার্দিক হৃদয়ের ইমোজি পোস্ট করেছিলেন। এমনকী আঙুলের একটু মুদ্রা যার ইঙ্গিত দেয় যে 'দুর্দান্ত' বা 'খুব ভাল', ইমোজিও কমেন্টে দেন তারকা অলরাউন্ডার। হার্দিকের দাদা ক্রুণালও ভালবাসার ইমােজি পোস্ট করেছেন। 




নিজেদের ডিভোর্সের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হার্দিক জানিয়েছিলেন, ''চার বছর একসঙ্গে থাকার পর, নাতাশা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য আমরা সেরা প্রয়াস করেছিলাম, নিজেদের সর্বস্ব দিয়েছিলাম। এবং আমরা দুজনই মনে করি যে এই সিদ্ধান্ত উভয়ের জন্যই ভাল। দুজনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। বিশেষ করে যে আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ উপভোগ করেছি। একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। একটা পরিবার হয়ে উঠেছিলাম।''


হার্দিক নয়, জাতীয় টি-২০ দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। যে সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। কারণ, টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিতের টি-২০ থেকে অবসরের পর হার্দিকই ভারতের টি-২০ অধিনায়ক হবেন, ধরেই নিয়েছিলেন সকলে। কিন্তু তা হয়নি। জাতীয় দলের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, ফিটনেস হার্দিককে অধিনায়ক না করার নেপথ্যে অন্যতম কারণ। তারপরই জানা যায় যে, আসন্ন ঘরোয়া মরশুমে বঢোদরার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন হার্দিক। ২০১৮ সালের পর থেকে আর বঢোদরার হয়ে খেলেননি হার্দিক। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে চান তারকা অলরাউন্ডার।