বঢোদরা: বিশ্বজয় করে বাড়িতে ফিরেছে ভাই। হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নিয়ে বোর্ডের সংবর্ধনা মঞ্চে প্রশংসা করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ভাইকে নিয়ে আবেগঘন পোস্ট সোশ্য়াল মিডিয়ায় করলেন ক্রুণাল পাণ্ড্য। আইপিএলে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকে খারাপ সময় যাচ্ছিল হার্দিকের। ব্যক্তিগত জীবনেও টালমাটাল পরিস্থিতির মুখে পড়েছেন। দেশবাসীর কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন। কিন্তু বার্বাডোজের মাটি থেকে বিশ্বকাপ জিতে ফেরার পর থেকে হার্দিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা।
আপাতত কিছুদিনের বিশ্রাম। দেশে ফিরে নিজের বাড়িতে ফিরেছেন হার্দিক। ক্রুণাল সোশ্য়াল মিডিয়ায় হার্দিকের ছোটবেলার ছবি পোস্ট করে বলছেন, ''আমি আর হার্দিক পেশাদার ক্রিকেট শুরু করার পর এক দশক কেটে গেল। গত কয়েকটা দিন রূপকথার মতো কাটল। প্রত্যেক দেশবাসীর মতো আমিও দলের কৃতিত্বে খুব খুশি। তবে আমার ভাইয়ের সাফল্য দেখে আবেগ আরও বেড়ে গিয়েছে।''
খারাপ সময় যেভাবে কাটিয়ে উঠেছে হার্দিক, সেই প্রসঙ্গও শোনা গেল ক্রুণালের গলায়। তিনি বলছেন, ''গত ছ’টা মাস হার্দিকের জীবনে কঠিন সময় গিয়েছে। ওঁকে নিয়ে যা হয়েছে তার কোনওটাই ওঁর প্রাপ্য নয়। আমি ওঁর ভাই। তাই ওঁর জন্য খুব খারাপ লেগেছে। ব্যাঙ্গাত্মক শিস দেওয়া থেকে শুরু করে প্রচুর লোকে খারাপ কথা বলেছে। দিনের শেষে আমরা ভুলে গিয়েছিলাম ও একজন মানুষ, যাঁর আবেগ রয়েছে।''
ভারতীয় দলের হয়ে খেলা ক্রুণাল আরও বলেন, ''হাসতে হাসতে সব বাধা পেরিয়ে এসেছে ও। কত কষ্ট করে হাসত, সেটা আমি জানি। কঠোর পরিশ্রম করেছে এবং বিশ্বকাপে ভাল খেলতে গেলে যা যা করা দরকার সেটা করেছে। ভারতীয় দলের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করেছে। এর থেকে ভাল আর কিছুই হয় না।''
উল্লেখ্য়, সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়েই (ICC Rankings) শীর্ষস্থান অর্জন করেছেন হার্দিক। তিনি অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যুগ্মভাবে বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি অলরাউন্ডার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দলের লোয়ার অর্ডারে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস খেলেছেন। ১৫০-র অধিক স্ট্রাইক রেটে করেছিলেন মোট ১৪৪ রান। শুধু তাই নয়, বল হাতেও বেশ নজর কাড়েন তারকা ভারতীয় অলরাউন্ডার। মোট ১১টি উইকেট আসে তাঁর দখলে।