নিউ ইয়র্ক: ভারতের ফাস্ট বোলারদের দাপটে শতরানের গণ্ডিও পার করতে পারল না আয়ার্ল্যান্ড। ৯৬ রানেই অল আউট হয়ে গেলেন আইরিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় ফাস্ট বোলাররাই আট উইকেট নিলেন। তিন উইকেট পেলেন হার্দিক পাণ্ড্য। আয়ার্ল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলেনি একমাত্র ব্যাটার হিসাবে খানিক লড়েন। তাঁর সংগ্রহ ২৬।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টসের সময় রোহিত জানান পিচের বিষয়ে তিনি নিশ্চিত নন, সেই কারণেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। রোহিত বলেন, 'আমরা প্রথমে বোলিং করব। আমরা ঠিকঠাকভাবেই প্রস্তুতি নিয়েছি। এই নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি সকলে। পরিবেশটা বেশ কঠিন তবে পেশাদার হিসাবে এই পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। পরিস্থিতি ঠিক কেমন থাকবে, সেই নিয়ে সম্পূর্ণ নিশ্চিত তো নই, তাই সামনে কোনও টার্গেট থাকলে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে হয়।'
রোহিতের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা নতুন বল হাতেই প্রমাণ করে দেন অর্শদীপ সিংহ। ম্যাচের তৃতীয় ওভারেই জোড়া সাফল্য এনে দেন অর্শদীপ। দুই ওপেনার পল স্টার্লিং এবং অ্যান্ড্রু বালবার্নিকে যথাক্রমে দুই ও পাঁচ রানে সাজঘরে ফেরান তিনি। পাওয়ার প্লেতে দুই উইকেটের বিনিময়ে মাত্র ২৬ রান তোলে আয়ার্ল্যান্ড। পাওয়ার প্লের ঠিক পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশ ব্যাটিং। ৫০ রানের গণ্ডি পার করার আগেই আট উইকেট হারিয়ে ফেলে আয়ার্ল্যান্ড। তিন সাফল্য পান হার্দিক। নবম উইকেটে গ্যারেথ ডিলেনি এবং জশুয়া লিটল ২৭ রান যোগ করেন। তবে নিখুঁত ইয়র্কারে ১৪ রানে লিটলকে ফেরান বুমরা। ডিলেনি লড়াই করলেও শেষমেশ রান আউট হয়েই তাঁর ইনিংস শেষ হয়। ৯৬ রানে অল আউট হয়ে যায় পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন দল। ফের একবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আরেক দল শতরানের গণ্ডি পার করার আগেই গুটিয়ে গেল।
লক্ষ্য খুব একটা কঠিন নয়। ভারতীয় দলকে লিটলরা এই অল্প রানের পুঁজি নিয়ে চাপের মুখে ফেলতে পারেন কি না, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দ্রাবিড়কে থেকে যাওয়ার জন্য জোরাজুরি করেছিলেন, ফাঁস করলেন রোহিত