নিউ ইয়র্ক: দীর্ঘ ১১ বছর হয়ে গেল। ভারতের ঝুলিতে নেই কোনও আইসিসি ট্রফি। শেষবার ২০১৩ সালে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। তারপর থেকে বারবার ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। যার সাম্প্রতিকতম নিদর্শন হল গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দাপট দেখিয়ে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে মাথা নীচু করে মাঠ ছাড়ার অভিজ্ঞতা। এবার কি সেই ছবিটা বদলাবে? টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের অভিযান শুরু করার আগে সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।
আর তার মাঝেই ঘুরপাক খাচ্ছে রাহুল দ্রাবিড়কে নিয়ে আলোচনা। ভারতীয় দলের কোচ হিসাবে এটাই শেষ টুর্নামেন্ট দ্রাবিড়ের। তিনি আর ভারতীয় দলের কোচ থাকার জন্য নতুন করে আবেদনও করেননি। ফলে টি-২০ বিশ্বকাপের পর নতুন কাউকে দেখা যাবে ভারতের কোচ হিসাবে।
বুধবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। তার আগের দিন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ফাঁস করলেন চাঞ্চল্যকর ঘটনার কথা। জানালেন, তিনি দ্রাবিড়কে থেকে যাওয়ার জন্য বলেছিলেন। কিন্তু তাঁকে রাজি করাতে পারেননি।
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেছেন, 'আমি রাহুল ভাইকে থেকে যাওয়ার জন্য বুঝিয়েছিলাম। কিন্তু অবশ্যই এমন কিছু জিনিস ছিল যেগুলোর দিকে ওকে তাকাতেই হতো। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি ওর সঙ্গে কাটানো সময় উপভোগ করেছি।'
দ্রাবিড়কে নিয়ে নিজের আবেগের কথাও বলেছেন রোহিত। জানিয়েছেন, কীভাবে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিক থেকে দ্রাবিড়ের পরামর্শ আর সান্নিধ্য পেয়েছেন। 'আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম অধিনায়ক ছিল ও। যখন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে আমি অভিষেক ঘটিয়েছিলাম। তারপর আমি যখন টেস্ট দলে সুযোগ পাই, ওর খেলা সামনে থেকে দেখেছি। সেই সময়ও ও ক্যাপ্টেন। আমাদের সকলের কাছে আদর্শ,' বলেছেন হিটম্যান।
এখানেই থেমে না থেকে রোহিত যোগ করেছেন, 'বড় হওয়ার সময় ওর খেলা দেখেছি। জানি ও কী কী অর্জন করেছে। ব্যক্তিগতভাবে ও দলের জন্য ও কী করেছে বছরের পর বছর ধরে। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে দলকে বার করে এনেছে। সেই জন্যই তো ও বিখ্যাত।'
দ্রাবিড়ের কোচ হওয়া আর সাদা বলের ক্রিকেটে রোহিতের অধিনায়ক হওয়া কার্যত একসঙ্গেই। রোহিতের কথায়, 'কেরিয়ারে দারুণ সংকল্প দেখিয়েছে ও কোচ হিসাবেও দায়িত্ব নিয়েও সেটাই করেছে। আমি ওর থেকে শেখার চেষ্টা করেছি। দারুণ ফলপ্রসূ হয়েছে। বিশ্বকাপ ছাড়া সব বড় টুর্নামেন্ট ও সিরিজ জিতেছি। ওর সঙ্গে প্রত্যেক মুহূর্ত উপভোগ করেছি।'
আরও পড়ুন: ও খুব ভাল বিকল্প... ভারতীয় কোচের দৌড়ে থাকা কার হয়ে ব্যাট ধরলেন সৌরভ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।