নয়াদিল্লি: শুরুতেই সাফল্য। কোচ ও অধিনায়ক হিসাবে আইপিএলের প্রথম মরশুমেই হিট হয়েছিল আশিস নেহরা (Ashish Nehra) ও হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) জুটি। নিজেদের আগমনী মরশুমেই তাঁদের তত্ত্বাবধানেই খেতাব জিতেছিল গুজরাত টাইটান্স। তারপর নর্মদা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। হার্দিক গুজরাত টাইটান্স ছেড়ে যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে খেতাবও জিতেছেন। তবে সদ্য ঘোষিত শ্রীলঙ্কা সফরে বিশ্বজয়ী অধিনায়ক রোহিতের অবসরের পরেও তাঁকে অধিনায়ক তো করাই হয়নি বরং তাঁর সহ-অধিনায়কত্ব ছেড়ে গুজরাত টাইটান্সের বর্তমান অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) দিয়ে দেওয়া হয়েছে।
অতীতে হার্দিকের সঙ্গে কাজ করেছেন, এবারের অধিনায়ক শুভমনও তাঁর অধীনেই আইপিএলে খেলেছেন। তাই দুইজনের বিষয়েই আশিস নেহরা ভালভাবে অবগত। এবার তিনি হার্দিকের সহ-অধিনায়ক পদ থেকে অপসারণ এবং শুভমনের সেই জায়গা নেওয়া নিয়ে মুখ খুললেন। নেহরার মতে গম্ভীরের দল চালনোর পরিকল্পনায় অধিনায়ক হার্দিকের হয়তো জায়গা নেই। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'সত্যি বলতে আমি অবাক হইনি। ক্রিকেটে তো এমন জিনিসপত্র হতেই থাকে। হ্যাঁ, হার্দিক বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিল। কিন্তু তারপর তো নতুন কোচ দলের দায়িত্ব নিয়েছেন। প্রতিটি কোচ এবং অধিনায়কের চিন্তাভাবনা ভিন্নরকম হয়। এই সময় গম্ভীরের চিন্তাভাবনায় ও নেই।'
ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর জানান হার্দিকের ফিটনেস নিয়ে সমস্যা থাকার দরুণই এই সিদ্ধান্ত। নেহরা সেই বিষয়ে সহমতই পোষণ করছেন। 'অজিত আগরকর এবং গৌতম গম্ভীর তো বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। ও এখন একটা ফর্ম্যাটই বেশি খেলে। খুব বেশি ৫০ ওভারের ম্যাচও খেলে না। হার্দিক নিঃসন্দেহে সীমিত ওভারের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও খেললে চারজন ফাস্ট বোলার হয়ে যায়। তবে এত ম্যাচ যেখানে খেলা হচ্ছে, সেখানে তো বদল হবেই। শুধু তো হার্দিক নয়, ঋষভ পন্থ, কেএল রাহুলরাও তো অতীতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে।' দাবি আশিসের।
অপরদিকে গিলের সহ-অধিনায়ক হিসাবে পদোন্নতিকে স্বাগত জানিয়েছেন আশিস। ভবিষ্যতের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তাঁর মতে, 'ওরা শুভমন গিলকে এক নয়, তিন ফর্ম্যাটেই (আদপে দুই) সহ-অধিনায়ক করেছে। অর অর্থ হল গোটা বিষয়টা ভবিষ্যতের কথা মাথায় রেখে করা হয়েছে। শুভমন গিলের ২৪-২৫ বছর বয়স এবং এখনও ও অনেক কিছু শিখছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত হবে ও। ও তিন ফর্ম্যাটেই খেলতে আগ্রহী এবং শিখতেও উৎসুক।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সৌরভ না ইমাম, ক্রিকেটার হিসাবে কে ভাল? সোশ্যাল মিডিয়ায় আজব প্রশ্নের কড়া জবাব পেলেন পাক সাংবাদিক