নয়াদিল্লি: দুই পড়শি দেশ। দুই দেশেই ক্রিকেট ঘিরে উন্মাদনার কমতি নেই। ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের মধ্যে অতীতেও দুই দলের তারকাদের নিয়ে তুলনা, বাকযুদ্ধ চলেছে। কপিল দেব না ইমরান খান, সচিন তেন্ডুলকর না ইনজামাম উল হক, বাবর আজম না বিরাট কোহলি, অতীতেই এমন না না তুলনায় যুক্তি পাল্টাযুক্তি শোনা গিয়েছে। এবার তুলনা টানা হল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের অন্যতম সর্বোচ্চ রানসংগ্রাহক ও পাক ওপেনারের মধ্যে।


কথা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ইমাম উল হকের (Imam Ul Haq)। একজন ভারতের কিংবদন্তি অধিনায়ক এবং আরেকজন বর্তমান পাকিস্তান দলের ওপেনার। এই দুই ক্রিকেটারের মধ্যেই তুলনা টানেন এক পাকিস্তানি সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় দুই তারকার ছবি কোলাজ করে পোস্ট করে বেছে নিতে বলা হয়। সেই সাংবাদিক নিজের পোস্টের ক্যাপশনে লেখেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় না ইমাম উল হক? কে বেশি ভাল খেলোয়াড়? আমি সত্যি করে বলুন।' এই পোস্টেরই কড়া জবাব পেলেন তিনি।


 






পোস্টের জবাবে এক নেটিজেন লেখেন, 'এর আগে এত খারাপ প্রশ্নের সম্মুখীন হতে হয়নি কোনওদিন।' আরেকজন জবাব দেন, 'দাদার সামনে ইমাম কে?' সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের তো বটেই, বিশ্বক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকদের অন্যতম। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় ১৮ হাজারের অধিক রান করেছেন। সেখানে ইমাম উল হক এখনও পাকিস্তান দলেই নিজের স্থান পুরোপুরিভাবে পাকা করতে তুলতে পারেননি। তাঁর সংগ্রহে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজারেরও কম রান রয়েছে। তাই এই দুই ক্রিকেটারের মধ্যে তুলনা অমূলক বলেই মনে করেছেন সিংহভাগ নেটিজেন। 


 



 



 



 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ১৬ জনের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে চরিথ আসালঙ্কা