নয়াদিল্লি: প্রাক্তন ক্রিকেটার, নির্বাচক থেকে সাধারণ সমর্থক, অনেকেই অস্ট্রেলিয়া সিরিজ়ে হর্ষিত রানার (Harshit Rana) দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল প্রশ্ন তুলেছিলেন। এমনকী অনেকে তো এও দাবি করেছিলেন যে কেবল কোচ গম্ভীরের সঙ্গে সুসম্পর্ক থাকার ফলেই কলকাতা নাইট রাইডার্স তথা দিল্লির ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে সেই হর্ষিতই সিডনিতে শনিবার ৩৯ রানের বিনিময়ে চার উইকেট নেন। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষের দিকে নেমে অপরাজিত ২৪ রানের ইনিংসে ভারতকে ২৫০ রানের গণ্ডিও পার করতে সাহায্য করেছিলেন হর্ষিত।

Continues below advertisement

প্রবল সমালোচনার মাঝে হর্ষিতের এহেন পারফরম্যান্স কিন্তু সমালোচকদের জবাব দেবে। হর্ষিতকে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছের ক্রিকেটারদের মধ্যে গম্য করা হলেও, ভারতীয় দলের প্রধান কোচ কিন্তু হর্ষিতকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন। ভারতীয় অলরাউন্ডার নিজেই এই কথা জানিয়েছিলেন তাঁর ছোটবেলার কোচকে। হর্ষিতের কোচ শ্রবণ কুমার জানান সদ্যই তাঁর ছাত্রের সঙ্গে ফোনে কথা হয়েছে। যেখানে হর্ষিতের সুযোগ পাওয়া নিয়ে এত আলোচনা, সমালোচনা সেখানে নাকি কোচ গম্ভীরও তাঁকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছিলেন, 'পারফর্ম কর, নয়তো বাইরে বসিয়ে দেব।'

শ্রবণ কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে ছাত্রের সঙ্গে ফোনে কথোপকথন প্রসঙ্গে বলতে গিয়ে জানান, 'ও আমায় ফোন করে বলছিল যে নিজের পারফরম্যান্সের মাধ্যমে বাইরে সমালোচনা করা সকলের মুখ বন্ধ করতে চায় ও। আমি শুধু নিজের ওপর ভরসা রাখতে বলেছিলাম। আমি জানি অনেক ক্রিকেটারই দাবি করেছেন ও গম্ভীরের কাছের মানুষ। তবে আমি এটা বলব যে গম্ভীর জানে কীভাবে প্রতিভা অন্বেষণ করতে হয় এবং কী করে তাদের সাফল্য পাওয়ার জন্য পাশে দাঁড়াতে হয়।'

Continues below advertisement

তিনি আরও যোগ করেন, 'ওঁ (গম্ভীর) অনেক ক্রিকেটারকেই ব্যাক করেছে এবং তারা সকলেই দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। ওঁ বরং হর্ষিতকে খুবই বকাঝকা করেছিল। ওঁ স্পষ্টভাবেই বলেছিল পারফর্ম কর, নয়তো বাইরে বসিয়ে দেব। আপনি যেই হোন না কেন, ওঁ সকলকে একদম মুখের ওপর সোজা ভাষায় সবটা বলে দেয়।'    

শ্রবণ তাঁর ছাত্রের অন্যায্য সমালোচনার জন্য প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তকেও একহাত নেন। 'কৃষ্ণমাচারি শ্রীকান্ত এই বাচ্চাটির সমালোচনা করেন। অবসরের পর অনেক প্রাক্তন ক্রিকেটারই উপার্জনের জন্য নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন। তবে অনুরোধ করব দয়া করে সদ্য ক্রিকেট খেলা শুরু করা কোনও বাচ্চার সমালোচনা করবেন না। ওঁরা বকাঝকা করতেই পারেন, পথ দেখাতে পারেন। তবে দয়া করে ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য যা খুশি বলে দেবেন না।' বলেন হর্ষিতের কোচ।