সিডনি: অস্ট্রেলিয়ার (IND vs AUS ODI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। শেষ দুটো ম্য়াচে রান পেয়েছেন রোহতি শর্মা ও বিরাট কোহলি। কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভমন গিলের ব্যাটিং ফর্ম। টেস্টে নেতৃত্ব ভার পাওয়ার পাওয়ার পর ইংল্যান্ড সফরে দারুণ ব্যাটিং করেছিলেন। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্ব পাওয়ার পর প্রথমেই ছিল অস্ট্রেলিয়া সফর। তিন ম্য়াচের সিরিজে কিন্তু একবারও স্বচ্ছন্দে মনে হয়নি তরুণ ডানহাতি ব্যাটারকে। যা চিন্তা বাড়াবে দক্ষণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে ভারতীয় দলে।

Continues below advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজে ৩ ম্য়াচ খেলতে নেমে ৪৩ রান করেছিলেন গিল। প্রথম ওয়ান ডে ম্য়াচে পারথে মাত্র ১০ রান করেছিলেন ১৮ বল খেলে। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ২৬৬ রান তাড়া করতে নেমেছিল দল। সেখানে গিল মাত্র ৯ রান করে আউট হন। তৃতীয় ওয়ান ডে ম্য়াচে তুলনামূলকভাবে কিছুটা ছন্দে ছিলেন। তবুও ২৪ রান করেই আউট হতে হয় ভারত অধিনায়ককে। দুটো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন গিল।

ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্বভার পাওয়াটা হঠাৎ করেই ঘটেছে গিলের ক্ষেত্রে। কারণ এশিয়া কাপ জয়ের সময়ও মনে হয়েছিল যে অজি সফরে রোহিত শর্মার নেতৃত্বেই খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। এমনকী ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া, এমনটাই মনে হয়েছিল। টেস্টে যেমন গিলই যে নেতা হিসেবে থাকবেন, তার আভাস আগেই মিলেছিল। মানসিকভাবও গিল প্রস্তুত ছিলেন। কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটের ক্ষেত্রে তেমনটা হয়। ইংল্যান্ডে সর্বাধিক রান সংগ্রাহ ছিলেন ডানহাতি তরুণ ব্যাটার। মোট ৭৫৪ রান করেছিলেন তিনি। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে আচমকা নেতৃত্ব পাওয়া ও অস্ট্রেলিয়ার বাউন্সি ট্র্যাকে হ্যাজেলউড, স্টার্কদের সামলানো কি কিছুটা চাপের হয়ে গিয়েছে গিলের জন্য? তেমনই আশঙ্কা করা হচ্ছে। 

Continues below advertisement

আগামী ২৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি-েটায়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া খেলবে। সেই দলের সহ অধিনায়ক গিল। নিঃসন্দেহে সব ম্য়াচেই খেলতে নামবেন গিল। সেখানে তিনি কতটা পারফর্ম করতে পারেন, তা দেখার। ওয়ান ডে সিরিজ হারের পর ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া থাকবে। পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুটো দল।