নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) নতুন রূপকথা রচনা করছে আফগানিস্তান (Afghanistan Cricket Team)। ক্রিকেটের মাধ্যমে ভূমিকম্প, সন্ত্রাসে বিধ্বস্ত এক দেশ বিশ্বের সামনে নিজেদের মেলে ধরার প্রচেষ্টায় রয়েছে। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে এক উইকেটে নিজেদের ৫০ ওভার বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছিল আফগানিস্তান। তারপর দীর্ঘ আট বছরের অপেক্ষা। এই বিশ্বকাপে আফগানিস্তান এক নয়, ইতিমধ্যেই তিন তিনটি ম্যাচ জিতে নিয়েছে। তিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছেন রশিদ খানরা। সেমিফাইনালের দৌড়েও রয়েছেন তাঁরা।


বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে পরাজয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলেও, নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলেও, শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে আফগানিস্তান। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় খাতা খোলেন আফগানরা। এরপর পাকিস্তান এবং তারপর শ্রীলঙ্কা পরাজিত করেন রশিদ খানরা। এই তিন জয়ের সুবাদেই আপাতত বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে আফগানিস্তান।


নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও ম্যাচ বাকি রয়েছে আফগানিস্তানের। এই ম্যাচগুলির তিনটিতেই জয় পেলে তো আফগানিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর বড় সুযোগ তৈরি হবে। তবে অন্তত তিন ম্যাচের মধ্যে একটিতে তাঁদের জিততেই হবে। তবে শুধু জিতলেই হল না। রশিদ খানদের সেমিতে পৌঁছতে হলে বড় ব্যবধানে ম্যাচ জিততে হবে।


আফগানিস্তানের বর্তমান নেট রান রেট -০.৭১৮। তাই পরবর্তীতে তালিকায় একাধিক দল সমান পয়েন্টে শেষ করলে এই নেট রান রেটের বিচারেই সেমিফাইনালে কোন দল যাবে, তা নির্ধারিত হবে। তাই আফগানদের নেট রান রেট ঠিক করাটা খুবই গুরুত্বপূর্ণ। রশিদ খানরা ইতিহাস রচনা করে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারে কি না, একন সেটাই দেখার বিষয়।


আফগানিস্তানের সঙ্গে সঙ্গে কিন্তু আরও আটটি দল বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর দৌড়ে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গতকাল ইডেন গার্ডেন্সে সাত উইকেটে পরাজিত হয় বাংলাদেশ ক্রিকেট দল। এর ফলে এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন শাকিবরা। অপরদিকে, ভারতীয় দল ছয়টি ম্যাচের মধ্যে ছয়টি জিতে সেমিফাইনাল প্রায় পাকা করে ফেলেছে। তাই আফগানিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে হলে কিন্তু বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে বিতর্কের ঝড়, ইডেন থেকে আটক চার ব্যক্তি