নয়াদিল্লি: এ বছরের অক্টোবর, নভেম্বর মাসে ভারতেই ৫০ ওভারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসতে চলেছে। এর আগে একাধিকবার ভারতে বিশ্বকাপের আসর বসলেও, এই প্রথমবার এককভাবে এই দেশের মাটিতেই গোটা বিশ্বকাপ আয়োজিত হবে। ইতিমধ্যেই সেই বিশ্বকাপের সূচিও ঘোষণা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ অক্টোবর ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল (Indian Cricket Team)।
কিন্তু প্রশ্ন হল কোন মাঠে প্রাক বিশ্বকাপ প্রস্তুতি ম্য়াচ খেলবে ভারতীয় দল। সরকারিভাবে অনুশীলন ম্যাচের জন্য কোনও মাঠের কথা ঘোষণা করা না হলেও, রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদা, তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতেই বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচগুলি আয়োজিত হবে। খবর অনুযায়ী ভারতীয় দল বিশ্বকাপের আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বীধীন ভারতীয় দল। টিম ইন্ডিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সম্ভবত তিরুঅনন্তপুরমে ১ অক্টোবর। কোয়ালিফায়ার থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতাঅর্জন করা দলের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত।
একঝলকে গ্রুপ পর্বে বিশ্বকাপে ভারতের সূচি:-
| দিন | প্রতিপক্ষ | ভেনু |
| ৮ অক্টোবর ২০২৩ | অস্ট্রেলিয়া | চেন্নাই |
| ১১ অক্টোবর ২০২৩ | আফগানিস্তান | নয়াদিল্লি |
| ১৫ অক্টোবর ২০২৩ | পাকিস্তান | আমদাবাদ |
| ১৯ অক্টোবর | বাংলাদেশ | পুণে |
| ২২ অক্টোবর | নিউজিল্যান্ড | ধরমশালা |
| ২৯ অক্টোবর | ইংল্যান্ড | লখনউ |
| ২ নভেম্বর | কোয়ালিফায়ার- ২ | মুম্বই |
| ৫ নভেম্বর | দক্ষিণ আফ্রিকা | ইডেন গার্ডেন্স- কলকাতা |
| ১১ নভেম্বর | কোয়ালিফায়ার -- ১ | বেঙ্গালুরু |
মুখিয়ে রোহিত
আসন্ন বিশ্বকাপে মাঠে নামতে কিন্তু মুখিয়ে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের মাটিতে ২০১১ সালে আয়োজিত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অংশ ছিলেন না রোহিত। তবে এবার তিনি দলকে নেতৃত্ব দেবেন। ঘরের মাঠে বিশ্বকাপ প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে রোহিত বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য আমি মুখিয়ে আছি। এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ১২ বছর আগে এখানেই তো ভারতীয় দল খেতাব জিতেছিল এবং আমি জানি গোটা দেশের জনগণ আমাদের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন। আমি নিশ্চিত এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ খেলার গতি অনেকটাই বেড়েছে এবং সব দলই অতীতের থেকে এখন অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলে। এটা কিন্তু গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্যই দারুণ সুখবর। আশা করা যায়, সকলেই এই বিশ্বকাপে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী থাকবেন। আমরা ভালভাবে প্রস্তুতি সেরে অক্টোবর, নভেম্বর মাসে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?