মুম্বই: তিনি সদ্য আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ ছেড়ে গিয়েছেন। তাঁর পরিবর্তে অসমের দেবজিৎ সাইকিয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে বসা নিশ্চিত। ১২ জানুয়ারি, রবিবার যে কারণে বিশেষ সাধারণ সভা (SGM) ডেকেছে ভারতীয় বোর্ড।
সেদিন জয় শাহকে বরণ করে নেওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক হয়েছে, বিশেষ সাধারণ সভায় জয় শাহকে সংবর্ধনা দেওয়া হবে বোর্ডের তরফে।
জয় শাহর রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। গুজরাত ক্রিকেট সংস্থা থেকে যাঁর ক্রিকেট প্রশাসনে হাতেখড়ি। গত অগাস্ট মাসে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন। তবে সম্মানজনক সেই পদে দায়িত্ব নেন ১ ডিসেম্বর। গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন তিনি। বার্কলে তাঁর মেয়াদের তৃতীয় টার্ম আর করতে চাননি।
২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় বোর্ডের সচিব পদে ছিলেন জয় শাহ। ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানও হন। ভারতীয় ক্রিকেট বোর্ডের এসজিএমে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে জয় শাহকে।
গোটা বিশ্বে ক্রিকেটের প্রসারে বিশেষ উদ্যোগ নিচ্ছে আইসিসি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিক্সে ক্রিকেটে অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যেই উদ্যোক্তাদের সঙ্গে এক দফা আলোচনা সেরেছেন আইসিসি কর্তারা। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের মাধ্যমে ১২৮ বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এ ফিরছে জেন্টলম্যানস গেম হিসাবে পরিচিত ক্রিকেট। তবে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে ক্রিকেট রাখা হবে কি না, এখনও নিশ্চিত নয়। আইসিসি সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?
সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র দ্য এজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মাইক বেয়ার্ডের সঙ্গে বৈঠক করবেন জয় শাহ। থাকার কথা ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসনেরও। টু টিয়ার বা দ্বিস্তরীয় টেস্ট প্রথা চালু করা ও ক্রিকেটবিশ্বের প্রথম সারির তিন দেশের মধ্যে আরও বেশি করে সিরিজ চালু করা নিয়ে সেই বৈঠকে আলোচনা হওয়ার কথা।