দুবাই: ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটক গিয়েছে পাকিস্তান। এখনও খাতায় কলমে আশা বেঁচে থাকলেও, সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। এই পরিস্থিতিতে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে হার, দ্বিতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধে হার। পাকিস্তান টিম ম্য়ানেজমেন্টকেই সমালোচনায় বিদ্ধ করলেন প্রাক্তন ২ পাক তারকা ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার।
ভারতের বিরুদ্ধে ম্য়াচ হারের পর টিম ম্য়ানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শোয়েব বলেন, ''আমি এখানে একমাত্র এসেছি, কারণ আমাকে টাকা দেওয়া হয়েছে। যদি আমাকে অর্থ না দেওয়া হত তাহলে এই পাকিস্তান দলকে নিয়ে কোনও মন্তব্য করার ইচ্ছেও আমি প্রকাশ করতাম না। আমি এই দলটাকে নিয়ে সত্যিই হতাশ। কিছু বলার নেই। টিম ম্য়ানেজমেন্ট এই দল সাজানোয় নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রতিটা দল ষষ্ঠ বোলিং বিকল্প নিয়ে মাঠে নামে। সেখানে পাকিস্তান টিম ম্য়ানেজমেন্ট পাঁচ বোলার খেলিয়েছে। আমার কোনও স্বার্থ নেই এঁদের নিয়ে কথা বলার। নিজের সময় নষ্ট করতে চাই না।''
কিংবদন্তি প্রাক্তন পাক পেসার ও অধিনায়ক ওয়াসিম আক্রম আগেও পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনায় বিদ্ধ হয়েছেন। এবারও তিনি মুখ খুলে জানিয়েছেন, ''আমাদের এখনই ভাবার সময় এসেছে। সাদা বলের ফর্ম্য়াটে বিগত কয়েক মাস ধরে আমাদের দলের পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় রয়েছে। সেই সময়টাকে কাজে লাগিয়ে দলটাকে নতুন ভাবে গড়ে তোলার জন্য সময় দিতে হবে। যদি পাঁছ-ছয় জনকে বদলাতে হয়, তবে এখনই করা হোক।''
উল্লেখ্য, রবিবারের জয়ের সঙ্গে সঙ্গেই আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট অব্যহত। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ২২ বার মুখোমুখি হয়ে ১৮ বারই পাকিস্তানকে হারাল ভারত। আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তান ভারতকে হারিয়েছে ৪ বার। ২০০৪, ২০০৯ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে। ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। প্রত্যেক বারই হেরেছে টিম ইন্ডিয়ার কাছে। ২০১০ সাল থেকে গত ১৫ বছরে ১৮টি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত জিতেছে ১৩টি ম্যাচ। হার মাত্র ৪টিতে। একটি ম্যাচে ফলাফল হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬ বারের সাক্ষাতে ৩ বার করে জিতেছে ভারত ও পাকিস্তান - দুই দলই। মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান এই মুহূর্তে ৩-৩।