দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল একদিকে যেমন হারিয়ে দিয়েছিল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে। তেমনই দ্বিতীয় সেমিফাইনালে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ২০০০ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্য়ান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচেই সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় দল হেরে গিয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কারা মুখোমুখি হতে চলেছে?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড পরস্পর মুখোমুখি হতে চলেছে

কোথায় খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?

দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্য়াচ

কখন শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ম্যাচ?

আগামী রবিবার, ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আয়োজিত হবে, খেলা শুরু হবে দুপুর ২.৩০ টায়

কোথায় দেখবেন ভারত-নিউজিল্য়ান্ড ম্যাচ?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে

অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্য়াচটি।

 

সাল ২০০০। নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজ়িল্যান্ড। সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের অধিনায়ক। ফাইনালে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বেহালার বাঁহাতি। সৌরভের ১১৭ রানের পাশাপাশি ৬৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওপেনিং পার্টনারশিপে ১৪১ রান যোগ করার পরেও ভারত মাঠ ছেড়েছিল খালি হাতে। ভারতের ২৬৪/৬ স্কোর ২ বল বাকি থাকতে হাতে ৪ উইকেট রেখে পেরিয়ে গিয়েছিল নিউজ়িল্যান্ড। ক্রিস কেয়ার্নসের দুরন্ত সেঞ্চুরি অন্ধকার নামিয়েছিল ভারতীয় শিবিরে। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সৌরভের হাতে ওঠেনি। ২৫ বছর ধরে যে যন্ত্রণা পুষে রেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আড়াই দশক আগের সেই শাপমোচন হবে দুবাইয়ে? এখন থেকে প্রার্থনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।

শেষবার কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ভারত মুখোমুখি হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তাতে হেরে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এবার কী হবে?