নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) ভেন্যু নির্ধারিত হয়ে গিয়েছে। হাইব্রিড মডেলেই সিলমোহর পড়েছে। তবে এতে ভারতীয় দলের (Indian Cricket Team) সুবিধা হবে বলে মনে করছেন সীমান্ত পারের প্রাক্তনীরা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা হাইব্রিড মডেল নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
ভারতীয় বোর্ডের দাবি অনুযায়ীই টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাচ্ছে না, বরং টিম ইন্ডিয়ার সমস্ত ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে। তবে পাকিস্তানসহ বাকি দলগুলি পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের ম্য়াচ হোক, সেমিফাইনাল হোক বা ফাইনাল, মরুদেশেই টিম ইন্ডিয়ার ম্যাচ হবে। আগেভাগেই ভারতীয় দল এই বিষয়ে অবগত হয়ে যাওয়াটা টিম ইন্ডিয়ার বাড়তি সুবিধা করে দেবে বলেই দাবি করা হচ্ছে।
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার সালিম আলতাফ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দাবি করেন, 'ভারতই একমাত্র দল যারা জানে যে তারা সেমিফাইনাল ও ফাইনাল কোন মাঠে খেলতে নামবে। বাকি দলগুলি কিন্তু গ্রুপ পর্ব শেষ হওয়ার পরেই সেই বিষয়ে অবগত হবে। বাকি দলগুলির মতো ভারতকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও হবে না। একই মাঠে খেলা হওয়ায় ভিন্ন পরিবেশ পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারও নেই। এটা অন্য দলগুলির সঙ্গে একেবারেই ঠিক হচ্ছে না। বাকি ক্রিকেট বোর্ডগুলি এই বিষয়ে কিছু না বলায় আমি সত্যি বলতে খানিকটা অবাকই।'
অপরদিকে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিই কোচ গৌতম গম্ভীরের ভাগ্য নির্ধারণ করতে পারে বলে খবর। এক বিসিসিআই আধিকারিক পিটিআইকে জানিয়েছিলেন, গৌতম গম্ভীর নাকি ভারতীয় দলের কোচ হিসাবে একেবারেই প্রথম পছন্দ ছিলেন না, বরং তাঁকে দিয়ে কোনওরকমে ঠেকা দেওয়ার কাজ চালানো হচ্ছে। সিডনি টেস্টের আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'এখানে এখনও আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে এবং তারপর চ্যাম্পিয়ন ট্রফি আছে। যদি দলের এই পারফরম্যান্সে উন্নতি না হয়, তা হলে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাও পাকা নয়।'
তিনি আরও দাবি করেন, 'ওঁ তো কোনওসময় বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেনই না (ভিভিএস লক্ষ্মণ প্রথম পছন্দ)। পরিচিত বিদেশি কোচেরা আবার তিন ফর্ম্যাটের দায়িত্ব নিতে চাননি। তাই ওকে কোচ করে ঠেকা দেওয়া হয়েছে। এছাড়াও অবশ্যই আরও কয়েকটা কারণ ছিল বটে।' সুতরাং এই চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দলের জন্য় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য়।
আরও পড়ুন: দুই মহাতারকার টেস্ট কেরিয়ার ঘিরে অনিশ্চয়তা, চলতি দশকে বিরাট, রোহিতের রেকর্ড কী বলছে?