নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুই তারকাই কতই না ম্যাচ জিতিয়েছেন ভারতীয় দলকে। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে দুই তারকার অন্তত টেস্ট ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। তবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা হওয়াটা কতটা যুক্তিযুক্ত? কী বলছে চলতি দশকে লাল বলের ক্রিকেটে দুই জনের আন্তর্জাতিক রেকর্ড?
সাম্প্রতিক সময় নয়, বহুদিন ধরেই কোহলির 'অ্যাখিলিস হিল' অফস্টাম্পের বাইরের বল। সেই দুর্বলতা সদ্য সমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে ফের সামনে উঠে এসেছে। সিরিজ়ে মোট সাতবার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন মহাতারকা। অথচ সিরিজ়ের শুরুটা কিন্তু দারুণভাবেই করেছিলেন 'কিং কোহলি'। পারথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তবে সময় যত এগিয়েছে, বারংবার একইভাবে অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন তিনি।
বিরাট কোহলির এই দুর্বলতা নতুন নয়, কিন্তু এত অভিজ্ঞ একজন ব্যাটার বারংবার একইভাবে আউট হওয়ায় স্বাভাবিকভাবেই চারিদিকে সমালোচনার ঝড়। জানুয়ারি ২০২০ সাল থেকে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত কোহলি মোট ৩৮ ম্যাচে ৬৭ ইনিংস খেলেছেন। কোহলি এই সময়ে ৪৯.২৬ স্ট্রাইক রেট ও ৩১.৩৩ গড়ে মোট ২০০৫ রান করেছেন। এই সময়কালে তাঁর ব্য়াট থেকে এসেছে মাত্র তিনটি টেস্ট সেঞ্চুরি। সর্বোচ্চ ১৮৬ রান। টেস্ট নামতে নামতে ৪৭-র ঘরে এসে দাঁড়িয়েছে। সুতরাং, তাঁকে নিয়ে উদ্বিগ্ন হওয়াটা খুব একটা অযৌক্তিক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অপরদিকে, কোহলির মতো আরেক মহাতারকা রোহিত শর্মার ক্ষেত্রেও ছবিটা কিন্তু খুব একটা ভিন্ন নয়। সিডনি টেস্টে তো তিনি একাদশেই জায়গা পাননি। যদিও সেটা দলের স্বার্থেই বলেই দাবি করেছেন ভারতীয় অধিনায়ক। রোহিত শর্মা ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৩ টি টেস্ট ইনিংস খেলেছেন। এই সময়ে রোহিত ৩৬-র গড়ে ২১৬০ রান করেছেন মোট। সর্বাধিক ১৬১ রানের ইনিংস খেলেছেন। তবে এই রানের সিংহভাগটাই এসেছে ঘরোয়া সিরিজ়ে। সেই কারণেই রোহিত আরও বেশি করে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।
সিডনি টেস্টের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর দুই তারকারই অবসরের বিষয়টা খর্ব করে জানিয়ে দিয়েছেন যে দুইজনেরই এখনও ভারতীয় দলকে দেওয়ার অনেক কিছু রয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী ভারতীয় নির্বাচকরা রোহিতকে টেস্টে আর তেমন সুযোগ দিতে আগ্রহী নয়। কোহলির সঙ্গেও কথা বলে তাঁকে একই বার্তা দেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। তাঁদের কি আর সুযোগ দেওয়া হবে? দুই মহাতারকার ভবিষ্যৎ কী হতে চলেছে, সেই বিষয়ে গোটা ক্রিকেটবিশ্বেরই নজর রয়েছে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি হেরেছে ভারত, তবে বুমরার মহিমায় মুগ্ধ হেড থেকে পন্টিং